আইনি পথে হাঁটার হুঁশিয়ারি দিলেন যশ
RBN Web Desk: এবার আইনি পথে হাঁটার হুঁশিয়ারি দিলেন অভিনেতা যশ দাশগুপ্ত। ‘সৃজনশীল মতবিরোধের’ জেরে ‘চিনে বাদাম’ ছবির কাজ থেকে আগেই সরে দাঁড়িয়েছিলেন তিনি। ট্যুইট করে জানিয়েছিলেন সে কথা। শিলাদিত্য মৌলিক পরিচালিত এই ছবিতে এনা সাহার সঙ্গে অভিনয় করেছেন যশ। ছবিটি গতকাল মুক্তি পেয়েছে। ছবির প্রিমিয়রে উপস্থিত ছিলেন না তিনি।
এর আগে শিলাদিত্য সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন যে তিনি তথাকথিত ঝাঁ চকচকে ছবি বানাতে পারেন না। তিনি তাঁর মতো করে গল্প বলেন। তথাকথিত নায়কসুলভ কোনওকিছুই তাঁর ছবিতে থাকে না। এই নিয়ে নাকি যশের আপত্তি ছিল। যশ নাকি পরিচালকের কাছে জানতে চান, গানের দৃশ্যে কেন ‘কালো ছেলে’ থাকবে?
আরও পড়ুন: শেষের সেদিন, উপস্থিত ছিলেন শুধু মহেশ ও ড্যানি
এরই মাঝে এক সাংবাদিক সম্মেলনে এনা এবং শিলাদিত্য জানান যে তাঁরা যশের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পারেননি। এমনকি যশের ঘনিষ্ঠ বন্ধু নুসরত জাহানকেও ফোনে পাওয়া যায়নি বলে জানিয়েছেন এনা।
আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে যশ জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে ওঠা প্রতিটি অভিযোগ মিথ্যা। তিনি আইনগতভাবে এর মোকাবিলা করবেন। ইতিমধ্যেই তিনি এ বিষয়ে তাঁর আইনজীবীদের সঙ্গে কথা বলেছেন বলে জানিয়েছেন যশ।
ছবি: অঙ্গনা ঘোষ