পরিচালক পাল্টে সংকট এড়াল প্রসেনজিৎ-অনির্বাণের ছবি

RBN Web Desk: সদ্য ঘোষিত হওয়া ছবির ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়েছিল ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ন্স অ্যান্ড ওয়াকার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার হুকুমে। শুটিং শুরু হওয়ার মুখেই অনিবার্যভাবে ডুবতে বসলেও অবশেষে হাল ধরেছেন অন্য কাণ্ডারী। গত সপ্তাহেই হয়ে গিয়ছিল রাহুল মুখোপাধ্যায় (Rahool Mukherjee) পরিচালিত নাম না হওয়া ছবির মহরৎ। ছবির তারকা সমাবেশ দেখার মতো। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) ও অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya) ছাড়াও ছবিতে থাকবেন প্রিয়াঙ্কা সরকার (Priyanka Sarkar), রজতাভ দত্ত, অপরাজিতা আঢ্য ও সুরজিৎ বন্দ্যোপাধ্যায়। শুটিং শুরু হওয়ার কথা ছিল এ সপ্তাহেই। হঠাৎই খবর পাওয়া যায় বিদেশে শুটিংয়ের নিয়মভঙ্গের কারণে ফেডারেশন ও ডিরেক্টরস গিল্ডের সিদ্ধান্তে আগামী তিনমাস কোনও ছবি পরিচালনা করতে পারবেন না রাহুল। 

‘দিলখুশ’ এবং ‘কিশমিশ’ ছবির পরিচালকের ওপর ভরসা রাখা প্রযোজনা সংস্থার এর ফলে ব্যস্ত হয়ে ওঠাই স্বাভাবিক ছিল। প্রত্যেক পুজোয় বড় প্রযোজনা সংস্থাগুলি বড় বাজেটের ছবি নিয়ে আসে। এ বছর তারকা সম্বলিত রাহুলের ছবিটির ওপর বাজি রেখেছিলেন তারা। ফেডারেশনের আচমকা শাস্তিবিধানে স্বাভাবিকভাবেই হতবাক সকলে। সম্প্রতি বাংলাদেশে গিয়ে অন্য এক প্রজেক্টের শুটিং করেছিলেন রাহুল যার অনুমতি তিনি ডিরেক্টরস গিল্ড থেকে নেননি। এই গিল্ড ফেডারেশনে নথিভূক্ত সংগঠন।

আরও পড়ুন: সরে দাঁড়াচ্ছেন রাজ চক্রবর্তী

তবে এই বিপর্যয়ে দমে না গিয়ে সমাধান সূত্র বার করেছে প্রযোজনা সংস্থা। তাদের হস্তক্ষেপেই এবার ছবিটি পরিচালনা করবেন চিত্রগ্রাহক সৌমিক হালদার, রাহুল থাকবেন ক্রিয়েটিভ প্রোডিউসারের ভূমিকায়। ছবির অন্যান্য বিভাগে আর কোনও পরিবর্তন হচ্ছে না বলে জানিয়েছেন নির্মাতারা। 




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *