পরানের ‘তিলোত্তমা’য় নীল, তৃণা
RBN Web Desk: কল্লোলিনী কলকাতার আর এক নাম তিলোত্তমা। মনের মধ্যে চাপা পড়ে থাকা সুখ, দুঃখ, অভিমান, হতাশা, সবকিছুরই খবর রাখে এ শহর। এই প্রাচীন শহর কেবল শুধু নিজের কথা বলে না। বলে তার ঝুলিতে জমে থাকা শহরের বাসিন্দাদের গল্পও। সৌম্যজিৎ আদক পরিচালিত ‘তিলোত্তমা’ও সেই গল্পই বলবে। সাধারণ মানুষের গল্পের সঙ্গে মিশে যাবে মানুষের প্রতি মানুষের ভরসা, অচেনা থেকে পরিচিত হয়ে ওঠা ও নিঃস্বার্থ ভালোবাসার গল্পও।
এই ছবির কেন্দ্রীর চরিত্রে দেখা যাবে পরান বন্দ্যোপাধ্যায়কে। তাঁর অভিনীত চরিত্রের নাম শ্যামাপদ। এই শহরে শ্যামাপদবাবু ‘তিলোত্তমা’ নামে একটি অনাথাশ্রম চালান। অনাথ শিশুদের সঙ্গেই তার দিনের বেশিরভাগ সময় কেটে যায়। তার আশ্রমের শিশুদের তিনি শুধু আশ্রয়ই দেন না, শিক্ষিতও করে তোলেন।
আরও পড়ুন: “আর ভালো লাগছে না”
‘তিলোত্তমা’র দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন নীল ভট্টাচার্য ও তৃণা সাহা। বাস্তব জীবনে স্বামী-স্ত্রী হলেও এই ছবিতে তাঁরা জুটি বাঁধছেন না। ছবিতে নীলের চরিত্রটি একজন সঙ্গীতশিল্পীর। তৃণাকে এই ছবিতে এক সিঙ্গল মাদারের চরিত্রে দেখা যাবে।
ঋতব্রত ও রাই
অন্যদিকে ঋতব্রত মুখোপাধ্যায় ও নবাগতা রাই দাসকে দেখা যাবে লিভ-ইন কাপলের চরিত্রে। ঋতব্রত অভিনীত চরিত্রটি পেশায় অ্যাকাউন্ট্যান্ট। রাইয়ের অভিনীত চরিত্রটি পেশায় কস্টিউম স্টাইলিস্ট। এছাড়া অন্যান্য চরিত্রে থাকছেন পূজা সরকার, পূষণ দাশগুপ্ত ও রজত গঙ্গোপাধ্যায়। ছবির প্রতিটি চরিত্রের জীবন একে অপরের সঙ্গে জড়িয়ে যায়। জীবনে আসে নানা ওঠানামা। সেসব বাধা-বিপত্তি পেরিয়ে তাদের সকলকে জীবনের নতুন দিশা খুঁজে পেতে সাহায্য করেন ‘তিলোত্তমা’ অনাথ আশ্রমের শ্যামাপদবাবু।
শীঘ্রই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘তিলোত্তমা’।