সেটে বসেই ছবি আঁকেন ‘সিরাজ-উদ-দৌলা’
RBN Web Desk: শখ ছবি আঁকা। তাই শ্যুটিংয়ের ফাঁকে সময় পেলেই কাগজ-পেনসিল নিয়ে বসে পড়েন ‘সিরাজ-উদ-দৌলা’ শন বন্দ্যোপাধ্যায়। ‘আমি সিরাজের বেগম’ ধারাবাহিকে বাংলার শেষ স্বাধীন নবাবের ভূমিকায় অভিনয় করছেন শন।
অভিনেতার দাবী, সিরাজের মত তিনিও একা। খুব একটা লোকের সঙ্গে মিশতে পারেন না, নিজের জগতেই থাকতে ভালোবাসেন তিনি। তাই অনেক সময় সেটে বসেই ছবি এঁকে ফেলেন শন।
আদ্যোপান্ত ভয় পাওয়ানোর গল্প বলতে আসছে ‘ভূত চতুর্দশী’
ছোট থাকতেই শনের ছবি আঁকা শুরু। পরে আর্ট ও সাইকোলজি নিয়ে পড়াশোনা করার সময়ও এই শখে কোনও ছেদ পড়েনি। ছোটবেলায় নৈনিতালে থাকতেন শন। সেখানেই স্কুলে পড়া ও বড় হয়ে ওঠা। পাহাড়ে ঘেরা নৈনিতালে ছবি আঁকার বিষয়ের কোনও অভাব নেই। পরে কলকাতায় এসেও সেই শখ বজায় রেখেছেন শন।