সৃজিতের সিরিজ়ে সিবিআই অফিসার রাহুল
RBN Web Desk: অনেকদিন পর আবার বাংলায় অভিনয় করতে দেখা যাবে অভিনেতা রাহুল বোসকে। সৃজিত মুখোপাধ্যায়ের ওয়েব সিরিজ় ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’তে এক সিবিআই অফিসারের ভূমিকায় অভিনয় করবেন তিনি। মোহম্মদ নাজ়িম উদ্দিনের একই নামের উপন্যাস অবলম্বনে এই সিরিজ়ে রাহুল ছাড়াও রয়েছেন আজমেরী হক বাঁধন, অনির্বাণ ভট্টাচার্য, অঞ্জন দত্ত ও অনির্বাণ চক্রবর্তী।
বাংলায় ফের কাজ করা প্রসঙ্গে রাহুল জানালেন, “যখন কোনও ছবির কাজে কলকাতায় আসি তখন ওই কদিনই বাংলা শুনতে পাই। তবে তামিলে কাজ করেছি যখন বাংলায় আর অসুবিধা কোথায়।”
তাঁর অভিনয় জীবনে ১৪টি ইংরেজি, ৮টি বাংলা, ১৭টি হিন্দী, দুটি তামিল ও একটি কন্নড় ছবিতে কাজ করেছেন রাহুল। “ভাষা নিয়ে সমস্যা কখনও হয়নি। ভাষা কখনওই অভিনয়ের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় না যদি আমি সেই ভাষার সংস্কৃতিকে বুঝতে পারি,” বললেন অভিনেতা।
আরও পড়ুন: জটায়ুর সাহস
‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’তে রাহুলের অভিনীত চরিত্রটির নাম নিরুপম চন্দ। “নিরুপম সিবিআই অফিসার। এরকম একজন অফিসারকে যেভাবে বিভিন্ন রাজ্যে কাজের জন্য যেতে হয় সেভাবেই সে স্পেশাল ডিউটিতে কলকাতায় আসে। নিরুপম দিল্লিতে থাকে। কলকাতায় তার স্থানীয় কন্ট্যাক্ট আতর আলি। আতর নিরুপমকে এই বিশেষ তদন্তে সাহায্য করে,” জানালেন রাহুল।
সৃজিতের সিরিজ়ে আতরের চরিত্রে অভিনয় করছেন অনির্বাণ ভট্টাচার্য।
সৃজিতের সঙ্গে প্রথমবার কাজ করছেন রাহুল। পরিচালকের নাম দেখে তবেই অভিনয় করতে সম্মতি দেন বলে জানালেন রাহুল। “যেভাবে বুদ্ধদেব দাশগুপ্ত, অপর্ণা সেন, অনিরুদ্ধ রায়চৌধুরীর সঙ্গে কাজ করতে গিয়ে একটা ক্রিয়েটিভ সম্পর্ক তৈরি হয়েছে, সৃজিতের সঙ্গেও সেটা হয়ে যাবে। এই সিরিজ়ে কাজটা খুব ভালোভাবে এগিয়েছে। সৃজিত একজন অভিজ্ঞ পরিচালক, ও কী চাইছে সেটা ওর কাছে খুব পরিষ্কার,” বললেন রাহুল।
কলকাতার শুটিং পর্ব সেরে দলবল নিয়ে উত্তরবঙ্গে আউটডোর করতে যাবেন সৃজিত।
ছবি: গার্গী মজুমদার