তরুণ ভক্তের চরিত্রে টিভির পর্দায় অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রাক্তনী
RBN Web Desk: জনপ্রিয় বাংলা ধারাবাহিক ‘মহাপীঠ তারাপীঠ’-এ আর কিছুদিনের মধ্যেই দেখা যাবে তরুণ বামাক্ষ্যাপাকে। আর এই চরিত্রে অভিনয় করতে চলেছেন অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রাক্তনী সব্যসাচী চৌধুরী। তবে ছোট পর্দায় এটাই তাঁর প্রথম কাজ নয়। এর আগে বেশ কয়েকটি ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করেছেন সব্যসাচী।
সংবাদমাধ্যমকে সব্যসাচী জানালেন, এই চরিত্রে যখন তাঁকে নির্বাচিত করা হয় তখন খুবই অবাক হয়েছিলেন তিনি। এর আগে ‘সাধক বামাক্ষ্যাপা’ ধারাবাহিকের নাম ভূমিকায় অভিনয় করেছিলেন অরিন্দম গঙ্গোপাধ্যায়। সেই অভিনয় বাংলা টেলিজগতে একটা মাইলস্টোন হয়ে আছে বলা যায়। সেই একই চরিত্রে কাজ করবেন জানতে পেরে খুবই গর্ববোধ করছেন বলে জানালেন বিজ্ঞানে স্নাতকোত্তর এই অভিনেতা।
পরের দিন মিছিল বেরলো, হাতে ‘পথের পাঁচালী দেখুন’ প্ল্যাকার্ড: তরুণ মজুমদার
এর আগে ‘সাত ভাই চম্পা’, ‘ওম নমঃ শিবায়’, ‘মহাভারত’, ‘এসো মা লক্ষ্মী’ ও ‘অগ্নিজল’ ধারাবাহিকে অভিনয় করেছেন সব্যসাচী। তবে ‘ঝুমুর’-এর পর ফের একবার কোনও ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে তাঁকে।