পরকীয়া খ্যাত ১১টি বাংলা ছবি
৭. আবহমান (২০০৯)
ঋতুপর্ণ ঘোষের আরও একটি উল্লেখযোগ্য ছবি। প্রবীণ চিত্র পরিচালক অনিকেত অল্পবয়সী শিখার মধ্যে তার নায়িকাকে খুঁজতে গিয়ে স্ত্রী দীপ্তির থেকে দূরে সরে যান। অনিকেতের মৃত্যুর পরে তার পুত্র অপ্রতিম শিখার সঙ্গে কথা বলে জানতে চায় তার পিতার চরিত্রের আড়ালে লুকিয়ে থাকা আসল মানুষটিকে।
293