পরকীয়া খ্যাত ১১টি বাংলা ছবি
৩. ঘরে বাইরে (১৯৮৪)
রাজনৈতিক প্রেক্ষাপটে লেখা রবীন্দ্রনাথের একই নামের বিখ্যাত উপন্যাস অবলম্বনে ছবি করেন সত্যজিৎ। দুই বন্ধু নিখিলেশ ও সন্দীপের আদর্শগত টানাপোড়েনের মাঝে নিজস্ব মতামত নিয়ে দাঁড়ায় নিখিলেশের স্ত্রী বিমলা। সন্দীপের আদর্শে নিজেকে দীক্ষিত করার সঙ্গে সঙ্গে নিখিলেশের থেকে দূরত্ব বাড়তে থাকে তার।
293