রহস্যময় চরিত্রে জয়জিৎ
RBN Web Desk: শুভদৃষ্টি ধারাবাহিকে এক রহস্যময় চরিত্রে অভিনয় করতে চলেছেন জয়জিৎ বন্দ্যোপাধ্যায়। চরিত্রের নাম সাগ্নিক সেন, পেশায় ব্যবসায়ী এবং অগাধ সম্পত্তির মালিক। সাগ্নিকের জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ মানুষ তাঁর মেয়ে। স্ত্রী আছে কি নেই, সেটা জানা যায় না। কিভাবে সে এত অর্থের মালিক হল, সেটাও রহস্য।
সংবাদমাধ্যমকে জয়জিৎ বললেন, চ্যানেল ও প্রযোজক সংস্থার তরফ থেকে তাঁর সাথে যোগাযোগ করা হয় এই চরিত্রটিতে অভিনয় করার জন্য। এই একই চ্যানেলের রেশম ঝাঁপি ধারাবাহিকে অভিনয় করেছিলেন তিনি যা অত্যন্ত জনপ্রিয় হয়। এছাড়াও, খুব খারাপ সময়ের মধ্য দিয়ে যখন গেছেন, তখন এই প্রযোজনা সংস্থাই দ্বিরাগমন ধারাবাহিকে তাঁকে কাজ দেন। তাই ‘না’ বলার কোনও প্রশ্নই ওঠে না, জানালেন জয়জিৎ।
‘কণ্ঠী’ শব্দটা যন্ত্রণার: কৌশিক গাঙ্গুলী
সম্প্রতি কয়েকজন বন্ধুকে নিয়ে একটি প্রযোজনা সংস্থাও চালু করেছেন এই অভিনেতা। মূলত স্বল্পদৈর্ঘ্যের ছবি নিয়ে কাজ করছেন। একটি ছবিতে অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়।
অনেকগুলো শেড আছে সাগ্নিক সেন চরিত্রটিতে, জানালেন জয়জিৎ। তাঁর অভিনয় দর্শকের ভালো লাগবে, আশাবাদী তিনি।