পরকীয়া খ্যাত ১১টি বাংলা ছবি
৮. খোলা হাওয়া (২০১৪)
পরিচালক অনুপ দাসের ছবি, যেখানে স্বামী প্রমিতের পরকীয়ার কারণে স্ত্রী অদিতির সাথে তার বিয়ে ভেঙে যায়। দার্জিলিংয়ে গিয়ে আত্মহত্যা করতে চায় অদিতি। তাকে বাঁচায় সায়ন। অল্পবয়সী সায়নের সান্নিধ্যে নতুন করে বাঁচার রসদ খুঁজে পায় অদিতি। দুজনের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক।
293