পরকীয়া খ্যাত ১১টি বাংলা ছবি
৯. যদি Love দিলে না প্রাণে (২০১৪)
অনিশ আর পারমিতার বিয়ে হয়ে যায় দুটি ভিন্ন মানুষের সাথে। এর অনেক বছর পর অনিশের খুড়তুতো ভাই মৈনাক তার দাদার আর পারমিতার অসম্পূর্ণ প্রেমের গল্প নিয়ে একটি ছবির চিত্রনাট্য লেখা শুরু করে। ইতিমধ্যে শহরে ফিরে আসে পারমিতা, দেখা করে অনিশের সাথে। জানতে চায়, হঠাৎ করে কেন একদিন অনিশ তাঁর জীবন থেকে উধাও হয়ে গিয়েছিল। সুদেষ্ণা রায় ও অভিজি গুহর ছবি যদি Love দিলে না প্রাণে।
293