পরকীয়া খ্যাত ১১টি বাংলা ছবি
১০. বাস্তুশাপ (২০১৬)
নিজের বাড়ির সমস্যা কাটাতে বাস্তু বিশেষজ্ঞ কুশল ও তিমিরকে তলব করে অর্জুন। কিন্তু কেউই আগে থেকে জানতে পারে না কুশল আর অর্জুনের স্ত্রী বন্যা পূর্ব পরিচিত। ধীরে ধীরে অন্য খাতে বইতে থাকে তাদের জীবন। পরিচালক কৌশিক গাঙ্গুলীর ছবি বাস্তুশাপ।
293