Breaking: নিভিল দেউটি, বিক্রি হয়ে গেল মালঞ্চ

কলকাতা: ছবি প্রদর্শনী বন্ধ হয়ে গিয়েছিল আগেই। এবার সম্পূর্ণ বিক্রি হয়ে গেল দক্ষিণ কলকাতার এনএসসি বোস রোডের মালঞ্চ প্রেক্ষাগৃহ। ২০১৮ সালের নভেম্বরে পাকাপাকিভাবে বন্ধ হয়ে যায় সিনেমা হলটি। তবে তার আগেও বিভিন্ন সময়ে আয়ের অভাবে বন্ধ ছিল মালঞ্চ।

সূত্রের খবর, মালঞ্চর বর্তমান কর্তৃপক্ষ ₹১৬ কোটির বিনিময়ে প্রেক্ষাগৃহটি এক বেসরকারী সংস্থার কাছে হস্তান্তর করেছে। গতকাল এ সংক্রান্ত রেজিস্ট্রিও হয়ে গেছে। জানা গেছে, ভবিষ্যতে ওই জায়গায় একটি হাইপারমার্কেট করার চিন্তাভাবনা করছে নতুন মালিকপক্ষ। থাকতে পারে একটি মিনিপ্লেক্সও, তবে তা এখনও নিশ্চতভাবে বলা যাচ্ছে না।

আরও পড়ুন: বেহিসেবী জীবনযাপন, আজ স্মৃতির অতলে সৌমিত্র

গত দু’দশক ধরে শহরের বেশিরভাগ সিঙ্গল স্ক্রিন প্রেক্ষাগৃহই বন্ধ বা বিক্রি হয়ে গেছে। দীর্ঘ তালিকায় রয়েছে ওরিয়েন্ট, রক্সি, এলিট, জেম, টাইগার, যমুনার মতো একসময়ের প্রবল জনপ্রিয় প্রেক্ষাগৃহগুলি। সেই তালিকায় নবতম সংযোজন মালঞ্চ।



Like
Like Love Haha Wow Sad Angry

Prabuddha

Foodie, lazy, bookworm, and internet junkie. All in that order. Loves to floor the accelerator. Mad about the Himalayas and its trekking trails. Forester in past life. An avid swimmer. Also an occasional writer and editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *