টেলিভিশনে কাজই বেশি পছন্দের: তিতলি

প্রথম ক্যামেরার মুখোমুখি হন একদম ছোট বয়সে। ‘ডান্স বাংলা ডান্স জুনিয়র’-এর মঞ্চে তিনি ছিলেন সহসঞ্চালকের ভূমিকায়। এরপর একের পর এক টেলিভিশন ধারাবাহিক এবং বড়পর্দাতেও কাজ করেছেন তিতলি আইচ। সম্প্রতি ‘মেয়েদের ব্রতকথা’ ধারাবাহিকের অন্তর্গত ‘মা শীতলার ব্রতকথা’তে চরকি নামক একটি চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে তাঁকে।

কীভাবে আসা এই অভিনয় জগতে? রেডিওবাংলানেট-কে তিতলি জানালেন, “অভিনয় করব সেভাবে ভাবিনি। আমি তখন অনেকটাই ছোট, প্রায় ছ’ বছর বয়স। পাশের বাড়ির দিদির সঙ্গে ‘ডান্স বাংলা ডান্স’-এর শুটিং দেখতে আসি। তখন সেখানে বাচ্চাদের দিয়ে বাংলা ছবির সংলাপ বলানো হচ্ছিল। আমিও মিঠুন চক্রবর্তীর সামনে ওঁরই একটি বিখ্যাত সংলাপ ‘মারব এখানে লাশ পড়বে শ্মশানে’ বলে ফেলি। তাঁর সেটা পছন্দ হয়ে যায় এবং উনি নিজেই পরবর্তী সিজ়নে আমাকে সঞ্চালনা করার করার কথা বলেন।”

এরপর অবশ্য একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। পাশাপাশি বড়পর্দাতেও দেখা গেছে তাঁকে। অরিন্দম ভট্টাচার্য পরিচালিত ‘অন্তর্লীন’ ছবিতে শিশুশিল্পী হিসেবে মমতা শঙ্করের সঙ্গে অভিনয় করেছিলেন তিনি।

আরও পড়ুন: নতুন ছবি শেষ করলেন জিৎ

বর্তমানে তিতলি ইংরেজি সাহিত্যের প্রথম বর্ষের ছাত্রী। পরবর্তীকালে অভিনয়কেই নিজের পেশা হিসেবে বেছে নেবেন কিনা প্রশ্ন করা হলে তিতলি বললেন, “আসলে অভিনয় জগতের ক্ষেত্রে স্থিতিশীলতা কম। তাই সবসময় যে আমি অভিনয়ের সঙ্গে যুক্ত থাকতে পারব সেরকম নয়। তাই পড়াশোনাও চালিয়ে যাচ্ছি যাতে কোনওদিন যদি আর অভিনয় করার সুযোগ না পাই, তখন আমার শিক্ষাগত যোগ্যতাকে কাজে লাগাতে পারব।”



তিতলি ‘মেয়েদের ব্রতকথা’ ধারাবাহিকে এর আগে ‘মা বিপত্তারিণীর ব্রতকথা’ পর্বে সুলক্ষণার চরিত্রে অভিনয় করেছিলেন। বারবার একই ধারাবাহিকে কাজ করার কারণ হিসেবে তিনি বললেন, “এদের ইউনিট ভীষণ ভালো তাই বারবার কাজ করতে ভালো লাগে। আমাদের তো মাঝেমধ্যেই বিভিন্ন জায়গায় মাচা অনুষ্ঠান করতে যেতে হয়। সেক্ষেত্রে এই ইউনিট আমার কল টাইম অ্যাডজাস্ট করতে খুব সাহায্য করে।”

আরও পড়ুন: নামাবলি জড়ালেন অনির্বাণ, রুদ্রনীল

ভবিষ্যতে বড়পর্দায় তিতলিকে আবার দেখা যাবে কি? “ব্যক্তিগতভাবে টেলিভিশনে কাজই আমার বেশি পছন্দের। কারণটাও ভীষণ সহজ। ছোটপর্দায় কাজ করলে বাড়ির মা-কাকিমাদের ঘরের মেয়ে হওয়া যায়। তাঁর অনেক বেশি কানেক্ট করতে পারেন। যেমন ‘মেয়েদের ব্রতকথা’ এই আধুনিক জগতেও ভীষণ জনপ্রিয় হয়েছে শুধুমাত্র ধারাবাহিকটির নিজস্ব গুণে। বড়পর্দা বা ওটিটি প্ল্যাটফর্মের ক্ষেত্রে সেই আর্তি নেই। বড়পর্দায় কাজ পেলে অবশ্যই করব। তবে আমি সবসময় টেলিভিশনে কাজ করতে বেশি আগ্রহী,” বললেন তিতলি। 




Like
Like Love Haha Wow Sad Angry

Gargi

Travel freak, nature addict, music lover, and a dancer by passion. Crazy about wildlife when not hunting stories. Elocution and acting are my second calling. Hungry or not, always an over-zealous foodie

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *