ব্রিগেড সমাবেশে প্রসেনজিৎ?

RBN Web Desk: ব্রিগেডের সমাবেশে বক্তৃতা দিচ্ছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee), কলকাতার ব্যস্ত রাস্তায় উল্টে যাচ্ছে গাড়ি। ব্যাপারটা কী? ব্যাপার আর কিছুই নয়, নীরজ পাণ্ডে (Neeraj Pandey) নির্মিত ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’ সিরিজ়ের টিজ়ারে দেখা গিয়েছে এইসব দৃশ্য।

২০২২ সালে মুক্তি পায় ‘খাকি’ সিরিজ়ের প্রথম সিজন। বিহারের মাফিয়া গ্যাং বনাম পুলিশের লড়াই নিয়ে ছিল প্রথম সিজ়ন ‘বিহার চ্যাপ্টার’। এবার আসছে এই দ্বিতীয় সিজ়ন তথা ‘বেঙ্গল চ্যাপ্টার’। এই সিজ়নে অভিনয় করেছেন বাংলার একাধিক তারকা। প্রসেনজিৎ ছাড়াও থাকছেন জিৎ (Jeet), পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chattopadhyay), শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee), চিত্রাঙ্গদা সিং (Chitrangada Singh), মিমো চক্রবর্তী (Mimoh Chakrobarty) , ঋত্বিক ভৌমিক (Ritwik Bhowmik), আদিল খান, পূজা চোপড়া, আকাঙ্ক্ষা সিং ও শ্রদ্ধা দাস। এবারের সিজন পরিচালনা করেছেন দেবাত্ম মণ্ডল ও তুষারকান্তি রায়।

২০০০ সালের শুরুর দিকে যখন গ্যাংস্টার এবং রাজনীতিবিদদের রাজত্ব চলছে সেই সময় এক সৎ ও নির্ভীক পুলিশের মৃত্যু নিয়ে থাকছে এই সিজ়নের কাহিনি।

আরও পড়ুন: পরিস্থিতির নিরিখে সত্য বিচার হয়, দেখালেন সৃজিত

নতুন সিজন সম্পর্কে নীরজ জানালেন, “এবারের পর্বে সংস্কৃতির পীঠস্থান কলকাতাকে নিয়ে গল্প থাকছে। এই শহরের রাস্তাঘাট, নতুন মুখ, নতুন দ্বন্দ্বর সঙ্গে থাকবে নতুন এক গল্প যার অভিঘাত অত্যন্ত তীব্র। ‘খাকি’র নিজস্ব মেজাজের সঙ্গে সামঞ্জস্য রেখেই পরবর্তী পর্বে আরও শক্তিশালী কাহিনি আসতে চলেছে যার ঝুঁকি আরও বেশি, এবং সত্য আরও কঠিন। আমি নিশ্চিত দর্শক এই সিজন দেখে আগের মতোই আনন্দ পাবেন। পরিচালক দেবাত্ম ও তুষার এবং বাকি সমস্ত ইউনিট সদস্যদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সত্যি মনে রাখার মতো।” 

এই সিজ়নের কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন নীরজ, দেবাত্ম ও সম্রাট চক্রবর্তী।

এই বছরেই নেটফ্লিক্সে দেখা যাবে সিরিজ়টি। 




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *