বিশিষ্ট অভিনেতা সুনীল শিন্ডে প্রয়াত
RBN Web Desk: চলে গেলেন বিশিষ্ট অভিনেতা সুনীল শিন্ডে। আজ মুম্বইয়ে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। মূলত টেলিভিশনে অভিনয় করতেন তিনি। একাধিক হিন্দি ও মরাঠি ছবিতেও দেখা গেছে তাঁকে। আটের দশকে জনপ্রিয় ‘সার্কাস’ ধারাবাহিকে অভিনয় করেছিলেন সুনীল।
বার্ধক্যজনিত একাধিক সমস্যায় ভুগছিলেন অভিনেতা। আজ তাঁর মৃত্যুসংবাদ জানান সুনীলের একসময়ের সহঅভিনেতা রাজেশ তৈলং। ১৯৯৪ সালে সম্প্রচারিত বিপুল জনপ্রিয় ‘শান্তি’ ধারাবাহিকে একসঙ্গে কাজ করেছিলেন তাঁরা। সেখানে সুনীলের ছেলের ভূমিকায় অভিনয় করেছিলেন রাজেশ।
আরও পড়ুন: অশান্ত জমিতে শীতল শৈশবের প্রলেপ
‘খলনায়ক’, ‘সরফরোশ’, ‘গুনাহ’, ‘বাস্তব’-এর মতো বেশ কিছু হিন্দি ছবিতে অভিনয় করেছিলেন সুনীল। বিশেষ করে ‘সরফরোশ’ ছবিতে তাঁর অভিনয় মনে রেখেছ দর্শক।
সুনীলে প্রয়াণে মুম্বই বিনোদন জগতে নেমে এসেছে শোকের ছায়া।