থ্রিলারে নতুন জুটি শুভঙ্কি-আরিয়ান
RBN Web Desk: আসছে শুভঙ্কি ধর (Shubhanki Dhar) ও আরিয়ান ভৌমিক (Aryann Bhowmik) অভিনীত ছবি ‘স্লেয়ার’। ছবিটি পরিচালনা করবেন দ্বৈপ্যন এম। এটি একটি নারীকেন্দ্রিক ছবি এবং একই সঙ্গে মনস্তাত্ত্বিক থ্রিলারও। ছবির কেন্দ্রে রয়েছে এক ডাক্তারের জীবন। কীভাবে এক ভয়াবহ পরিস্থিতিতে পড়ার পর তার জীবনে আসে এক ভয়ঙ্কর মোড় সেই নিয়েই এই গল্প।
ছবিতে প্রধান নারী চরিত্রে রয়েছেন শুভঙ্কি। এর আগে বেশ কিছু টেলিভিশন ধারাবাহিকে তাঁকে দেখা গেলেও এটিই তাঁর প্রথম ছবি। শুভঙ্কি জানালেন, “এই ছবিতে সম্পূর্ণ ভিন্ন লুকে আমাকে দেখা যাবে। থ্রিলার, মার্ডার, রহস্য এই সবকিছু নিয়েই ‘স্লেয়ার’। আরিয়ানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ভীষণ ভালো। আশা করছি দর্শক ছবিটা পছন্দ করবেন।”
আরও পড়ুন: বহুদিন হিট নেই, এবার মহাভারত নিয়ে ভাবছেন আমির
কিছুদিন আগে দেব, স্বস্তিকা মুখোপাধ্যায় ও রুক্মিণী মৈত্র অভিনীত ‘টেক্কা’ ছবিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছে আরিয়ানকে। এছাড়াও গতবছর অজয় দেবগনের সঙ্গে ‘ময়দান’ ছবিতে একটি ছোট চরিত্রে অভিনয় করেছেন তিনি। এই ছবিতে মুখ্য ভূমিকায় থাকছেন আরিয়ান। তিনি এবং শুভঙ্কি ছাড়াও ছবিতে থাকবেন সুপ্রিয় দত্ত, সুশান্ত দে, সৌরভ ভট্টাচার্য।
দ্বৈপ্যন জানালেন, “এই ছবিতে শুভঙ্কি ও আরিয়ানকে নতুন জুটি হিসাবে দেখা যাবে। বেশ কয়েকটি গান থাকছে ছবিতে। কাহিনি সম্পূর্ণ থ্রিলারের আদলে তৈরি হয়েছে। দর্শকের ভালো লাগবে আশা করা যায়।”
এ বছরেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘স্লেয়ার’।