নামাবলি জড়ালেন অনির্বাণ, রুদ্রনীল
RBN Web Desk: গায়ে নামাবলি জড়ালেন অনির্বাণ ভট্টাচার্য ও রুদ্রনীল ঘোষ। না, পেশা পরিবর্তন করছেন না তাঁরা। তবে শুধু তাঁরাই নন, কেউ হাতে নিলেন পুজোর থালা, কারও মাথায় দেখা গেল ঝাঁকড়া চুল। কেউ পরলেন টুপি আর হাতে নিলেন লাল পতাকা।
কোনও যেমন খুশি সাজোর আসর নয়, অভিনেতারা সেজে উঠলেন পরিচালক সৌমিক হালদারের আগামী ছবি ‘আবার বিবাহ অভিযান’ উপলক্ষে। অনির্বাণ ও রুদ্রনীল ছাড়াও এই ছবিতে রয়েছেন অঙ্কুশ হাজরা, প্রিয়াঙ্কা সরকার, সোহিনী সরকার, নুসরত ফারিয়া ও সৌরভ দাস।
সৌরভ দাস
সোহিনী সরকার
অঙ্কুশ হাজরা
প্রিয়াঙ্কা সরকার
নুসরত ফারিয়া
২০১৯ সালে মুক্তি পেয়েছিল বিরসা দাশগুপ্তের ছবি ‘বিবাহ অভিযান’। অভিনয়ে ছিলেন সৌরভ ছাড়া সকলেই। দুই বন্ধুর বাড়ি ছেড়ে পালানো ও শেষে ডাকাতের হাতে পড়া নিয়ে দমফাটা হাসির ছবি দর্শককে মাতিয়েছিল। রাতারাতি জনপ্রিয় হয়েছিল ডাকাতের ভূমিকায় অনির্বাণের সংলাপ ‘আল হাবিবি, কাল খাবি কী?’ এছাড়াও প্রিয়াঙ্কাকে প্রেম নিবেদনের দৃশ্য প্রবল জনপ্রিয়তা পায়। বক্স অফিসে ভালো ব্যবসা করেছিল ছবিটি। তাই ‘বিবাহ অভিযান’-এর দ্বিতীয় পর্ব তৈরির কথা পরিকল্পনা করেন প্রযোজনা সংস্থা।
আরও পড়ুন: শেষ দৃশ্যে ভাঙা হোল্ডার, সত্যজিতের জয়জয়কার
সম্প্রতি কলকাতায় শুরু হয়েছে ‘আবার বিবাহ অভিযান’-এর শুটিং। কলকাতা ছাড়াও থাইল্যান্ডে শুটিং করা হবে। এ ছবিতে সুর দিয়েছেন জিৎ গঙ্গোপাধ্যায়। চিত্রগ্রহণে থাকছেন সৌমিক নিজে।