পুরোনো শিল্পীদের চূড়ান্ত অপমান করা হয়, ক্ষোভ তনিমার
RBN Web Desk: টালিগঞ্জ স্টুডিয়োপাড়ায় পুরোনো শিল্পীদের চূড়ান্ত অপমান করা হয়, এমনটাই দাবী করলেন তনিমা সেন। ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেত্রী বর্তমানে অভিনয় করছেন দেবী চৌধুরানী ও গ্যাংস্টার গঙ্গা ধারাবাহিকে।
সংবাদমাধ্যমকে তনিমা জানালেন, সম্প্রতি দেবী চৌধুরানীর আউটডোরে গিয়েছিলেন তিনি। একটি মেকআপ ভ্যানে তাঁকে বসিয়ে রাখা হয় সকাল থেকে। সেই ভ্যানে মেকআপ করতে অনেক মেয়েই আসা যাওয়া করছিল। তিনিও গল্প করছিলেন তাঁদের সঙ্গে। বেলা ২.৩০ নাগাদ তাঁর পুত্রসম এক অভিনেতা সেই ভ্যানে আসেন এবং তাঁকে দেখেই সঙ্গে সঙ্গে বেড়িয়ে যান। এর কিছুক্ষণ পরে ইউনিটের একজন এসে তাঁকে বাইরে যেতে বলেন, কারণ সেই মেকআপ ভ্যানে তখন ওই অভিনেতা বসবেন। অপমানিত তনিমা তখন পাশের ভ্যানে গিয়ে বসেন। সেই ভ্যানে তখন অল্পবয়সী কয়েকজন অভিনেত্রী গোল হয়ে বসে পা তুলে গল্প করছিল, কেউ তাঁকে বসতে বলেনি, ক্ষোভের সঙ্গে জানালেন তনিমা।
ভালবাসার সন্ধানে, শেষ পর্যন্ত
তবে এরকম অপমানের সম্মুখীন আগেও হতে হয়েছে তাঁকে, জানালেন তনিমা। আজকাল এক সঙ্গে প্রচুর ধারাবাহিকের কাজ হয় বলে স্টুডিয়োতে আলাদা মেকআপ ঘর পাওয়া যায় না। একটা ঘরই পাঁচ-সাতজন মিলে ব্যবহার করতে তাঁরা অভ্যস্ত। দেবী চৌধুরানী ধারাবাহিকের সেটেই একদিন তাঁকে একটি চুল বাঁধার ঘরে বসিয়ে রাখা হয় গোটা দিন। সেখানে কম করে ২০-২২টি মেয়ে চুল বাঁধতে আসছিল। জোরে হিন্দী গান বাজছিল, নানারকম চটুল কথাবার্তাও কানে আসছিল তাঁর। সকাল ন’টা থেকে তনিমা অপেক্ষা করছিলেন কখন তাঁর ডাক আসবে। এক সময় বিরক্ত হয়ে তিনি প্রোডাকশনের একটি মেয়েকে ডেকে বলেন তাঁর অন্যত্র ব্যবস্থা করতে। সেই মেয়েটি তাঁকে বলে, আর কোনও ঘর নেই। তিনি তখন স্টুডিয়োর ম্যানেজারকে ফোন করে তাঁর জন্য একটি ঘরের ব্যবস্থা করেন। সেখানে তিনি ঢোকা মাত্রই প্রোডাকশনের সেই মেয়েটি ১০-১২জন মেয়েকে নিয়ে এসে বলে, ওই ঘরটি ব্যবহার করতে। তনিমা প্রতিবাদ করলে তাঁকে একটু মানিয়ে নিতে বলা হয়। বিরক্ত হয়ে তিনি দ্বিতীয় ঘরটিও ছেড়ে দেন, জানালেন তনিমা।
যে মৃত্যু আজও রহস্য
তবে তাঁর মত অধিকাংশ বর্ষীয়ান শিল্পীকেই প্রতিদিন এরকম হেনস্থার সম্মুখীন হতে হয় বলে দাবী করলেন তনিমা। অনেক সময় বিশেষ কয়েকজন অভিনেতা-অভিনেত্রীর ক্লোজ়আপ শট নেওয়ার জন্য তাঁদের মত পুরোনো শিল্পীদের ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখা হয়। কিন্তু কিছু করার নেই, এরকম অনেক অপমান সহ্য করেই তাঁরা কাজ করে যান, বললেন তনিমা।
দেবী চৌধুরানী ধারাবাহিকে তাঁর অভিনীত পিসি ঠাক্মা চরিত্রটি খুবই জনপ্রিয় হয়েছে বলে তিনি কাজটা ছাড়তে পারছেন না, বললেন তনিমা। তবে এটাও জানালেন গ্যাংস্টার গঙ্গার শ্যুটিং পরিবেশ অনেক ভালো। এই ধারাবাহিকে কাজ করে কিছুটা হলেও হারানো সম্মান ফিরে পাচ্ছেন তিনি।