নতুন ছবি শেষ করলেন জিৎ
RBN Web Desk: তাঁর নতুন ছবি ‘চেঙ্গিজ়’-এর শুটিং শেষ করলেন জিৎ। এই ছবির নামভূমিকায় অভিনয় করেছেন তিনি। ছবির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সুস্মিতা চট্টোপাধ্যায় ও শতফ ফিগর। এক উচ্চপদস্থ পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন রোহিত রায়। ছবিটি পরিচালনা করেছেন রাজেশ গঙ্গোপাধ্যায়।
ছবির পটভূমি ন’য়ের দশকের কলকাতা। সেই সময়ের একাধিক বিশেষ ঘটনা নিয়ে তৈরি হয়েছে ‘চেঙ্গিজ়’। ছবি সম্পর্কে আপাতত এটুকুই জানা গিয়েছে।
আরও পড়ুন: নেপথ্যে গাইলেন জলি, স্টেজে দাঁড়িয়ে ঠোঁট মেলালেন রাহুল দেব বর্মণ
‘চেঙ্গিজ়’-এর অ্যাকশন দৃশ্যগুলি কোরিওগ্রাফ করার দায়িত্বে ছিলেন স্টান্ট সিলভা। দক্ষিণে একাধিক বড় বাজেটের ছবিতে কাজ করেছেন তিনি। বেঙ্কট প্রভু, গৌতম মেননের মতো পরিচালকের সঙ্গেও কাজ করেছেন সিলভা।
এ বছর পয়লা বৈশাখে ‘চেঙ্গিজ়’ ঘোষণা করেন জিৎ।