ভূতের রাজা আর চোরের গল্প ‘সৎভূত অদ্ভুত’

RBN Web Desk: দৈনন্দিন জীবনে এমন অনেক ঘটনা ঘটে যার আপাতদৃষ্টিতে কোনও কারণ খুঁজে পাওয়া যায় না। লোকে তাকে বলে অদ্ভুত ঘটনা। আসলে কি সত্যিই অদ্ভুত বলে কিছু হয়? কারণ না জানলেই বলা হয় অদ্ভুত। আবার যে ঘটনার কারণ জানা নেই তাকে দুর্ঘটনা বলা হয় । অথচ যত দিন যাচ্ছে সব দুর্ঘটনার কারণ মানুষ নিজেই খুঁজে বার করছে। গোড়া থেকে বোঝেনি বলেই তাকেই দুর্ঘটনা বলা হয়েছে। কিন্তু কারণ পেয়ে গেলে তখন তাকে আর দুর্ঘটনা বলে না, বলে ঘটনা। তেমনই অদ্ভুত বা ভূত বলে সত্যিই কি কিছু হয়? এই বিষয়ে আলোকপাত করতে আসছে পরিচালক প্রীতম সরকারের ছবি ‘সৎভূত অদ্ভুত’। অভিনয়ে আছেন পরান বন্দোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়, পার্থ সারথি, প্রসূন গায়েন, রাজু মজুমদার, ইভলিনা চক্রবর্তী ও পূজা সরকার। সম্প্রতি ছবির ট্রেলার ও সঙ্গীত প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির শিল্পী ও কলাকুশলীরা। 

ছবির কাহিনী দুই বন্ধু বিল্টু ও রানাকে নিয়ে। দুই বন্ধুর মধ্যে একজন চোর, অন্যজন টিকিট ব্ল্যাকার। দুই বন্ধুতে ভালোই চলছিল, কিন্তু একদিন নিজেদের পেশার জন্যই জনগণের হাতে দুজনকে অপদস্থ হতে হয়। সেই দুঃখে গভীর জঙ্গলে পালিয়ে যায় তারা। দিশি মদের নেশায় মাতাল হয়ে দুজনে গান ধরে, ভূতের রাজার বর বা বউ পাওয়ার আশায়। দুজনের আন্তরিক ডাকে সাড়া দিয়ে ভূতের রাজা হাজির হন। তবে তিনি শর্ত দেন, দুই বন্ধুর কাঙ্ক্ষিত আশা তিনি তখনই পূরণ করবেন যদি তারা একমাস সময় ধরে সৎ থেকে কোনও দরিদ্র পরিবারকে সাহায্য করে। বিল্টু আর রানা কি পারবে ভূতের রাজার শর্ত পূরণ করতে? 

আরও পড়ুন: শেষ দৃশ্যে ভাঙা হোল্ডার, সত্যজিতের জয়জয়কার

ছবির এক অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন পরাণ। তবে নিজের অভিনীত চরিত্র সম্পর্কে তিনি কোনও কথা বলতে নারাজ। “এই ছবিতে অদ্ভুত যেমন আছে তেমন সৎ ভূতও আছে। সকলেই তো ভূত দেখতে চায়, যদিও ভূত দেখেছে এমন মানুষ কেউ নেই। জোছনা রাতে গ্রামদেশে শুকনো কলাপাতা হাওয়ায় দুললে আমরা ভাবি ভূতে হাত নেড়ে ডাকছে। ওই দেখে লোকে ধরে নেয় ওখানে ভূত আছে। কিন্তু সত্যি কি ভূত আছে? তাহলে শহরে দেখা যায় না কেন? মানুষ কি সত্যিই ভূত দেখে? এই ছবিতে দর্শক ভূত দেখবে। তবে তা কি সত্যিই ভূত, নাকি অদ্ভুত নাকি সৎ ভূত? সেই নিয়ে আমরা নানারকম কাণ্ড করেছি। সেই সব কালোয়াতি দেখার জন্য সিনেমা হলে যেতে হবে,” বললেন পরাণ।

পরিচালনার পাশাপাশি ছবির কাহিনী ও চিত্রনাট্যও লিখেছেন প্রীতম। সামাজিক ঘটনাকে মজার মোড়কে ছবিতে তুলে আনতে ভালোবাসেন বলে জানালেন তিনি।

আরও পড়ুন: নব্বইয়ের ‘সত্যান্বেষী’, বাদ পড়লেন ব্যোমকেশ

“সততার ভূত ঘাড়ে চাপলে কী অদ্ভুত ঘটনা ঘটতে পারে, এই ছবিকে তার কোলাজ বলা যায়,” বললেন প্রীতম। “অল্পকথায় বললে সৎ পথে কীভাবে চুরি করা যায়, সেই নিয়েই ছবি। গল্পটা আমি অনেকিদন আগে লিখেছিলাম।”

ভারী কথা সহজভাবে বলায় বিশ্বাসী প্রীতম। “ছবি হবে বিনোদনের জন্য. সেখানে জ্ঞান দিলে লোকে দেখবে কেন? কেউ ছবি দেখতে এসে শুধু আনন্দ নিয়ে চলে গেলে যাক। কেউ হয়তো তার অন্য কোনও মানে খুঁজে পাবে। আমি এভাবেই গল্প বলতে ভালবাসি,” জানালেন তিনি। 

আরও পড়ুন: বেহিসেবী জীবনযাপন, আজ স্মৃতির অতলে সৌমিত্র

ছবিতে সুরারোপ করেছেন অনিন্দ্য বসু ও সন্দীপ কর। তাঁরা ছাড়াও গান গেয়েছেন শিলাজিৎ মজুমদার, অদ্রিকা চৌধুরী, অনন্যা ভট্টাচার্য, ও পার্থসারথি চক্রবর্তী। চিত্রগ্রহণ করেছেন নয়ন মণি ঘোষ, সম্পাদনয় আলোক ধাড়া।

ডিসেম্বরে মুক্তি পেতে চলেছে ‘সৎভূত অদ্ভুত’।




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *