নারীর মানসিক দৃঢ়তাকে শ্রদ্ধাঞ্জলি

RBN Web Desk: চিরাচরিত ধারণা অনুসারে এ দেশে পুরুষকে শারীরিক ও বৌদ্ধিক দিক দিয়ে সক্ষম হিসেবেই দেখা হয়। নারী তুলনায় দুর্বল। শারীরিকভাবে তো বটেই, চিন্তা শক্তির গভীরতার দিক দিয়েও নারীকে কিছুটা হালকাভাবেই নিয়ে থাকে এ সমাজ। বিশেষ করে গাড়ি ড্রাইভ করার ব্যাপারে সম্ভবত শতকরা ৯০ জন পুরুষের ধারণা মহিলারা ও কাজটি পারেন না। যদিও অনেক পুরুষও পারেন না। কিন্তু সেই নিয়ে তেমন আলোচনা দেখা যায় না। পরিচালক ইন্দ্রজিৎ নাট্টোজি (Indrajit Nattoji) তাঁর স্বল্পদৈর্ঘ্যের ‘ম্যাডাম ড্রাইভার’ (Madam Driver) ছবিতে এই ধরনের সামাজিক লেবেলের বিপরীতে গিয়ে দেখিয়েছেন সময় এবং সুযোগ পেলে অনেক অসম্ভবকে সম্ভব করা যায়। অন্যদিকে আর্থিক বিনিয়োগের মতো কঠিন বিষয়েও কিন্তু সবসময় পুরুষরা এগিয়ে থাকেন না।

পঞ্চাশ মিনিটের এই ছবিতে অভিনয় করেছেন কিটু গিদওয়ানি (Kitu Gidwani), অঙ্কিত সিওয়াচ (Ankit Siwach) ও ভাবনা পানি (Bhavna Pani)। আশি-নব্বই দশকে দূরদর্শনের উল্লেখযোগ্য অভিনেত্রী কিটু। মাঝে মধ্যে তাঁকে দেখা যায় ছবির পর্দায়। ২০০৮ সালে ‘ফ্যাশন’ বা ২০১৭ সালে ‘ওকে জানু’র মতো বাণিজ্যিক ছবিতেও দেখা গিয়েছে তাঁকে।

আরও পড়ুন: বিশিষ্ট বাঙালির চরিত্রে সইফ, শুটিং শুরু শীঘ্রই

‘ম্যাডাম ড্রাইভার’-এ তিনি পঞ্চান্নর দেবিকা দীক্ষিত। সমাজের নানা বাধা কাটিয়ে গাড়ি চালানো শিখতে চান হাসানের কাছে। দুজন মানুষ সমাজের দুই আলাদা স্তরে জীবনযাপন করেন। ড্রাইভিং শেখা ও শেখাবার সূত্রে কীভাবে এই দুই ব্যক্তি মানুষ একে অপরের জীবনে জড়িয়ে পড়েন এবং শেষমেশ ড্রাইভিং শেখার পরীক্ষা দেবিকা পাশ করেন কিনা সেই নিয়েই পর্দায় অদ্ভুত এক আবেগপ্রবণ ন্যারেটিভ দেখিয়েছেন পরিচালক। 

সম্প্রতি কলকাতায় এক বিশেষ স্ক্রিনিংয়ে ইন্দ্রজিৎ জানালেন মোট ছ’টি স্বল্পদৈর্ঘ্যের ছবি তৈরি করেছেন তিনি। এই সবক’টিকে একসঙ্গে প্রেক্ষাগৃহে দেখাবার পরিকল্পনা রয়েছে। তাঁর মতে মহিলাদের এদেশে দুর্বলতর হিসেবে দেখানো হয়। অথচ তাঁর অভিজ্ঞতায় দেখা নারীদের তিনি সেভাবে দেখেননি। সেই সমস্ত নারীদের এই ছবির মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি দিতে চেয়েছেন তিনি। তাঁদের শক্তি, সহ্য করার ক্ষমতা ও নীরব লড়াইয়ের প্রতি এই ছবি তাঁর ট্রিবিউট। 




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *