দেড়শোর কাছাকাছি ছবি করে নতুন ধরণের চরিত্র পাচ্ছি: বিশ্বনাথ
RBN Web Desk: গতবছর ‘অভিযাত্রিক’ ও ‘দ্য হাঙ্গার আর্টিস্ট’ ছবিতে ব্যতিক্রমী চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। আগামীদিনে পরিচালক জিৎ চক্রবর্তীর ছবি ‘কথামৃত’তে তিনি রয়েছেন একটি সিরিয়াস চরিত্রে। অথচ শুরু থেকে বিশ্বনাথ বসুকে দর্শক কমেডি অভিনেতা হিসেবেই পেয়েছে। এই নিয়ে প্রশ্ন করতে রেডিওবাংলানেট-কে বিশ্বনাথ জানালেন, “আমি নিজেকে খুবই ভাগ্যবান মনে করি যে আমার অভিনীত ছবির সংখ্যা যখন প্রায় দেড়শোর কাছাকাছি পৌঁছে গেছে তখন পরিচালকরা আমাকে নিয়ে নতুন করে ভাবছেন। বিভিন্ন ধরণের চরিত্রে কাজ করার সুযোগ পাচ্ছি যেগুলো নিয়ে চিন্তাভাবনা করতে হচ্ছে। এর জন্য আমি এই সময়ের পরিচালকদের কাছে কৃতজ্ঞ।”
বিশেষ কোনও চরিত্রে অভিনয়ের জন্য কেমনভাবে প্রস্তুতি নেন তিনি? “কিছু দেখা মানুষ তো থাকেই,” বললেন বিশ্বনাথ “যাদের ম্যানারিজ়মগুলো ব্যবহার করি। আর অবশ্যই কিছু বিশেষ অবজ়ারভেশন আয়রন চেস্টে তোলা থাকে। তেমন চরিত্র পেলে তখন সেগুলো লকার থেকে বেরোয়।”
আজও অপেক্ষায় রয়েছেন এমন কোনও চরিত্র আছে কি? “মর্গের ডোমের চরিত্র করতে চাই, বিজ়নেস টাইকুনের ভূমিকায় অভিনয় করতে চাই। সত্যি কথা বলতে কী, এমন অনেক চরিত্র আছে যেগুলোয় অভিনয় করতে চাই” জানালেন বিশ্বনাথ।
আরও পড়ুন: সহজ ভাষায় ব্যক্তিস্বাধীনতার ছবি
অভিনয় জীবনের শুরুতে তেমন চাপ না থাকলেও, এখন কোনও বিশেষ চরিত্রে অভিনয় করার জন্য অনেকটা হোমওয়ার্ক করতে হয় বলে জানালেন বিশ্বনাথ। “তখন তো আমি যা করব মানুষ সেটাই দেখবে। কিন্তু এখন তো আমাকে ঘিরে দর্শকের প্রত্যাশা বেড়েছে। সেই দায়িত্ব থেকেই প্রস্তুতি নিতে হয়,” বললেন তিনি।
‘কথামৃত’ ছাড়াও অভিজিৎ সেনের ‘প্রজাপতি’ ছবিতে তাঁকে দেখা যাবে। এছাড়াও হিন্দিতে বিজয় নামবিয়ারের পরিচালনায় একটি ওয়েব সিরিজ়ে কাজ করেছেন বলে জানালেন বিশ্বনাথ।
ছবি: প্রতিবেদক