‘কেশরী ২’ জালিয়ানওয়ালাবাগে, ঘোষণা অক্ষয়ের

RBN Web Desk: ছ’বছর পার করল অক্ষয় কুমার (Akshay Kumar) ও পরিণীতি চোপড়া  অভিনীত ‘কেশরী’ (Kesari)। ২০১৯ সালে মুক্তি পেয়ে দর্শকের বিচারে হিট হয় ছবিটি। সেই ছবির দ্বিতীয় পর্ব আসতে চলেছে। ছবির ছয় বছর পূর্তি উপলক্ষে অক্ষয় আজ সমাজমাধ্যমে জানিয়েছেন সে কথা। 

‘কেশরী’ ছবির গল্প ছিল ১৮৯৭ সালের সরগড়ির যুদ্ধ নিয়ে।

শিখ সম্প্রদায়ের ২১ জন যোদ্ধার সঙ্গে দশ হাজার আফগান সেনার ঐতিহাসিক যুদ্ধকে তুলে ধরেছিল সেই ছবি। তবে ‘কেশরী ২’ অন্য গল্প বলতে চলেছে। ছবির নাম ‘কেশরী চ্যাপ্টার ২: দ্য আনটোল্ড স্টোরি অফ জালিয়ানওয়ালাবাগ’ (Kesari 2)। ছবিতে অক্ষয়ের সঙ্গে থাকবেন আর মাধবন (R Madhavan) ও অনন্যা পাণ্ডে (Ananya Panday)

ছবিটি পরিচালনা করবেন করণ সিং ত্যাগী (Karan Singh Tyagi)

আরও পড়ুন: রহস্যে যোগ দিলেন শাশ্বত, সাগ্নিক, গৌরব, বিশ্বনাথ

ছবির কাহিনি কী নিয়ে? 

১৯১৯ সালের ১৩ এপ্রিল ঘটে যাওয়া জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ব্রিটিশ শাসিত ভারতের ইতিহাসে এক মর্মান্তিক অধ্যায়। চেত্তুর শঙ্করন নায়ার ছিলেন প্রখ্যাত ব্যারিস্টার ও রাজনীতিবিদ। ব্রিটিশ শাসন ও জালিয়ানওয়ালাবাগের ঘটনায় তিনি তীব্র প্রতিবাদ জানান এবং ভাইসরয়ের কাউন্সিল থেকে পদত্যাগ করেন। তাঁর জীবনের নানান কর্মকাণ্ড নিয়েই তৈরি হচ্ছে ‘কেশরী চ্যাপ্টার ২’। 

১৮ এপ্রিল মুক্তি পেতে চলেছে ছবিটি। 




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *