বদলে যাচ্ছে জগদম্বা, থাকছেন না রোশনি

RBN Web Desk: বদলে যাচ্ছে ‘করুণাময়ী রানী রাসমণি’ ধারাবাহিকের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র জগদম্বা। রাসমণির ছোট মেয়ে ও মথুরমোহনের স্ত্রী জগদম্বার চরিত্রে আসতে চলেছে পরিবর্তন। এতদিন এই চরিত্রে অভিনয় করতেন রোশনি ভট্টাচার্য। কিন্তু সামনেই তাঁর বিয়ে। তাই আপাতত কিছুদিন অভিনয় থেকে বিরতি নিচ্ছেন তিনি। এই চরিত্রে এবার থেকে অভিনয় করবেন মিমি দত্ত সাহানি। এর আগে ২০১৯-এ জগদম্বার চরিত্রে অভিনয় করতেন সম্পূর্ণা মণ্ডল। তারপর টানা দু’বছর রোশনি এই চরিত্রে ছিলেন। তবে এখন থেকে জগদম্বার চরিত্রে মিমিকে দেখা যাবে। 

রোশনির সঙ্গে এতদিন অভিনয় করেছেন ‘করুণাময়ী রানী রাসমণি’র মা সারদা সন্দীপ্তা সেন। তিনি জানালেন, “রোশনির সঙ্গে এতদিন আমরা কাজ করেছি। ও থাকবে না সেটা ভেবে সকলেরই খুব মনখারাপ। তবে ও যেহেতু নতুন জীবন শুরু করতে চলেছে, তাই আমাদের সকলের তরফ থেকে ওকে শুভকামনা জানাই। জগদম্বার চরিত্রে নতুন যে আসেছ তাকেও দর্শকের খুব ভালো লাগবে।” 

আরও পড়ুন: নেপথ্যে গাইলেন জলি, স্টেজে দাঁড়িয়ে ঠোঁট মেলালেন রাহুল দেব বর্মণ

এই মুহূর্তে ধারাবাহিকের উত্তরপর্বে মথুরমোহনের মৃত্যুর পর জগদম্বা তার ছেলের বিয়ে দিয়ে বউ ঘরে এনেছে। এদিকে এই বিয়ে নিয়ে পদ্মমণি অসন্তুষ্ট। এসব ঘটনা চলাকালীনই এই ধারাবাহিকে তাঁর শেষ শট দিলেন রোশনি। “দর্শকদের অনুরোধ করব যেভাবে আমাকে তাঁরা ভালোবাসা দিয়ে এসেছেন, সেইভাবে মিমিকেও তাঁরা যেন আপন করে নেন,” বললেন রোশনি। 



নতুন ভূমিকায় অভিনয় করতে পেরে খুবই খুশি মিমি। তিনি জানালেন, “জগদম্বা চরিত্রটা করার প্রস্তাব পেয়ে আমি আর কিছু ভাবিনি। এক কথায় হ্যাঁ বলে দিয়েছি। চ্যানেল কর্তৃপক্ষের কাছে আমি কৃতজ্ঞ যে এরকম গুরুত্বপূর্ণ একটা চরিত্রের দায়ভার তাঁরা আমার হাতে তুলে দিয়েছেন। আশা করি দর্শকের ভালো লাগবে।” 

প্রতিদিন সপ্তাহে সাতদিন সন্ধ্যা সাড়ে ৬.৩০টায় জ়ি বাংলায় দেখা যাবে ‘করুণাময়ী রানী রাসমণি’। 




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *