চরিত্র পছন্দ হয়নি, বাধ্য হয়েছি না বলতে: শাশ্বত চট্টোপাধ্যায়
RBN Web Desk: চলতি বছরটা বেশ ভালোই যাচ্ছে অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ের (Saswata Chatterjee)। ‘কল্কি’ ছবিতে মানসের চরিত্রে আলাদাভাবে নজর কেড়েছেন সর্বভারতীয় স্তরে। নারায়ণ সান্যালের গল্প অবলম্বনে তৈরি ‘কাঁটায় কাঁটায়’ ওয়েব সিরিজ়ে তিনি রয়েছেন ব্যারিস্টার পিকে বসুর চরিত্রে। আবার কিছুদিনের মধ্যে ‘যমালয়ে জীবন্ত ভানু’ ছবিতে কিংবদন্তি অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়ের চরিত্রেও দেখা যাবে তাঁকে।
“হ্যাঁ, এই বছর অনেক ধরনের চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছি এটা সত্যি,” রেডিওবাংলানেট-কে বললেন শাশ্বত। “আসলে আমাদের পেশাটাই এমন যে যখন পরপর কাজ আসে তখন হয়তো ব্যস্ততায় ভালো চরিত্রও ছেড়ে দিতে হয়। আবার কোনও সময় মাসের পর মাস কাজ থাকে না, ভালো চরিত্রের অপেক্ষায় বসে থাকতে হয়।”
জয়দীপ মুখোপাধ্যায়ের পরিচালনায় ‘কাঁটায় কাঁটায়’ সিরিজ়ে যে চরিত্রে তিনি অভিনয় করছেন সেই ভূমিকায় একসময় দেখা গেছে উত্তমকুমারকে। ‘যদি জানতেম’ ছবিতে এই একই চরিত্রে ছিলেন তিনি। সেই প্রসঙ্গে শাশ্বত জানালেন, “আমি ছবিটা বেশ কয়েকবার দেখেছি। কিন্তু সেটে গিয়ে চরিত্রটা নিজের মতো করেই করেছি। সময়ের সঙ্গে বডি ল্যাংগুয়েজে অনেক বদল আসে, আর গল্পটাও আধুনিক প্রেক্ষাপটে রাখা হয়েছে।”
আরও পড়ুন: কলকাতায় আসছেন ব্রায়ান অ্যাডামস
এর আগে শবর দাশগুপ্ত ও অনিমেষ দত্তর চরিত্রে অভিনয় করলেও পিকে বসু একেবারে আলাদা। অন্য ধরনের এই থ্রিলার করার কারণ হিসেবে শাশ্বত জানালেন, “আসলে থ্রিলার ভালো করে করতে পারলে সেটা মানুষকে বসিয়ে রাখে। আর আমি মনে করি সব মানুষের ভেতর একজন গোয়েন্দা থাকেই। মানুষের স্বাভাবিক প্রবৃত্তিতেই রহস্যের প্রতি একটা টান থাকে। আমার নিজেরও থ্রিলার একটু বেশি পছন্দের।”
তবে হিন্দি এবং দক্ষিণী ছবির ব্যস্ততায় বাংলার বড় ব্যানারের ছবিতে ইদানিং দেখা যাচ্ছে না তাঁকে, এমন অভিযোগ শাশ্বত মেনে নিলেন না পুরোপুরি।
“আমি ইদানিং বাংলায় বেশ কিছু বড় পরিচালককে না বলেছি। কারণ আমার মনে হয়েছে এখন আমি যে সময়টায় রয়েছি তাতে যে কোন চরিত্র করা আমার উচিত নয়। আমার দর্শকেরও আমার থেকে কিছু চাহিদা আছে, সেটা ধরে রাখতে না পারি তার চেয়ে খারাপ তো করব না। যা খুশি চরিত্র করে সেই ভরসার জায়গাটা নষ্ট করতে চাই না। তাই ভালো চরিত্র হওয়া সবচেয়ে আগে দরকার,” বললেন শাশ্বত।
ছবি: প্রতিবেদক