কাটা মুণ্ডুর রহস্য নিয়ে কলকাতা ঘুরে গেলেন শ্রদ্ধা-রাজকুমার

কলকাতা: ঠিক যে জায়গায় শেষ হয়েছিল ‘স্ত্রী’ (Stree), সেখান থেকেই শুরু হবে ছবির দ্বিতীয় ভাগ। অমর কৌশিক (Amar Kaushik) পরিচালিত ‘স্ত্রী ২’ (Stree 2) ছবির প্রচারে এসে জানালেন অভিনেতা রাজকুমার রাও (Rajkummar Rao)। আজ শহরের এক সাততারা হোটেলে তিনি ছাড়াও হাজির ছিলেন শ্রদ্ধা কপূর (Shraddha Kapoor)। ছবি মুক্তির দু’দিন আগে কলকাতা ঘুরে গেলেন দুই তারকা। 

২০১৮ সালে মুক্তি পেয়েছিল ‘স্ত্রী’ ছবিটি। চান্দেরি শহরের নানা ভৌতিক ঘটনা ছিল সেই ছবির বিষয়বস্তু। সে সময় বিপুল জনপ্রিয়তা পেয়েছিল হরর-কমেডি গোত্রের এই ছবি। একই ছবির ইউনিভার্সে পরবর্তীকালে এসেছে ‘রুহি’ (Roohi) ও ভেড়িয়া (Bhediya) ছবি দুটিও। এবার প্রথম গল্পকে এগিয়ে নিয়ে যেতে আসছে ‘স্ত্রী ২’। 

প্রথম ছবির শুটিংয়ের সময় কিছু অতিপ্রাকৃত ঘটনার মুখোমুখি হলেও এবারের শুটিংয়ে তেমন কিছু ঘটেনি বলে জানালেন রাজকুমার। তবে পুরোনো শুটিংয়ের জায়গায় ফিরে গিয়ে নস্টালজিক লেগেছে তাঁর। গল্প ঠিক যেখানে শেষ হয়েছিল আবার সেখানেই শুরু হবে। সাধারণত সিক্যুয়েলের ক্ষেত্রে এমনটা হয় না। কিন্তু এবার সেই একই গল্পকে টেনে নিয়ে যাবে ভিকি (রাজকুমার) ও তার বন্ধুরা। ছবিতে শ্রদ্ধা ও রাজকুমারের সঙ্গে রয়েছেন পঙ্কজ ত্রিপাঠী, অপারশক্তি খুরানা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

আরও পড়ুন: ভুয়ো খবর খণ্ডন করলেন নুসরত

“যে কোনও জনপ্রিয় ছবির সিক্যুয়েল তৈরি করা সবসময়ই খুব কঠিন হয়,” বললেন রাজকুমার। “প্রথম থেকেই আমাদের মাথায় ছিল দর্শক যেন গল্পের প্রতি আগ্রহ হারিয়ে না ফেলেন। তাই সেদিকে আমরা সকলেই শুরু থেকে নজর রেখেছি।” 

এবারের ছবিতে এক ভয়ঙ্কর কাটা মুণ্ডুর রহস্য রয়েছে। সঙ্গে অবশ্যই ‘স্ত্রী’ ছবির ধাঁচে কমেডিও ভরপুর থাকবে বলে জানালেন অভিনেতারা। “আমি তো গল্পটা শুনতে শুনতেই হেসে গড়িয়ে পড়েছি,” বললেন শ্রদ্ধা। খুব বেশি ছবি করেন না তিনি। দেড়-দুই বছর অন্তর ছবি এলেও চিত্রনাট্য নিয়ে তিনি একটু বেশিই খুঁতখুঁতে বলে জানালেন নিজেই। “ছবিতে আমার ভূমিকা অবশ্যই এমন হতে হবে যা গল্পকে এগিয়ে নিয়ে যাবে,” এমনটাই শর্ত শ্রদ্ধার।

বাংলার জামাই বলেই মুম্বইয়ের অন্য তারকাদের তুলনায় বাংলাটা বেশ ভালোই বলেন রাজকুমার। যদিও কিছুটা বাংলা শিখে এসেছিলেন শ্রদ্ধাও। সাংবাদিকদের সঙ্গে কথা শুরুই করলেন ‘কেমন আছো’ বলে। অনুষ্ঠান শেষ হলো ছবির গানে দুই তারকার নাচ দিয়ে। 

ছবি: স্বাতী চট্টোপাধ্যায়




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *