ফের দেখা যাবে রাজচন্দ্রকে
RBN Web Desk: করুণাময়ী রানী রাসমণি ধারাবাহিকে ফের দেখা যাবে রাজচন্দ্রকে। ধারাবাহিকটিতে রানীর স্বামী, রাজচন্দ্রের মৃত্যু দৃশ্যের পর্বটি সম্প্রচার হয়েছে কিছুদিন আগে। রাজচন্দ্রের ভূমিকায় অভিনয় করতেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা গাজী আব্দুন নূর।
এই ধারাবাহিকে নূরের কাজ শেষ হয়ে গেছে। দুই বছরেরও বেশি সময় ধরে এই চরিত্রে অভিনয় করে বিপুল জনপ্রিয়তা পান নূর। অনেকেই তাঁকে এবং প্রোডাকশন টিমকে রাজচন্দ্রকে ধারাবাহিকে রেখে দেওয়ার জন্য অনুরোধ করেন। কিন্তু নূর সাফ জানিয়ে দেন, কোনওভাবেই গল্পে সত্য ঘটনার বিপরীত কিছু দেখানো হবে না।
তাহলে কিভাবে আবার দেখা যাবে রাজচন্দ্রকে?
যে জন থাকে মাঝখানে
চ্যানেল সূত্রের দাবী, নূরের কাজ শেষ হয়ে গেলেও করুণাময়ী রানী রাসমণি ধারাবাহিকটি থেকে তিনি বিদায় নিয়েছেন সেটা এখনই বলা যাবে না। আগামী দিনে ফের দেখা যাবে তাঁকে। মৃত্যুতেই রাজচন্দ্র শেষ হয়ে যাচ্ছেন না। তবে কি ভাবে, সেটা খোলসা করে বলেননি চ্যানেল আধিকারিক।
অনুমান করা যায়, রাজচন্দ্রের কিছু ফ্ল্যাশব্যাক দৃশ্য হয়ত দেখানো হতে পারে এই ধারাবাহিকে। তবে নিয়মিত যে তাঁকে আর দেখা যাবে না, সেটা নিশ্চিৎভাবেই বলে দেওয়া যায়।