ভুয়ো খবর খণ্ডন করলেন নুসরত
RBN Web Desk: ভুয়ো খবর খণ্ডন করলেন অভিনেত্রী নুসরত জাহান (Nussrat Jahan)। আর কিছুদিনের মধ্যেই টেলিভিশনে আসছে সলমন খানের সঞ্চালনায় ‘বিগ বস’-এর নতুন সিজ়ন। তার জন্য শোনা যাচ্ছে নানা প্রতিযোগীর নাম। সম্ভাব্য প্রতিযোগীদের মধ্যে শোনা যাচ্ছিল নুসরতের নামও। সেই সম্ভাবনা বাতিল করে দিয়েছেন তিনি।
সমাজ মাধ্যমে নুসরত লিখেছেন, তিনি ‘বিগ বস ১৮’-এর প্রতিযোগী হচ্ছেন না। এই শো-কে সম্মান দিয়েই তিনি জানিয়েছেন, তাঁর অংশগ্রহণের ব্যাপারে একটি ভুয়ো খবর ছড়িয়ে পড়েছিল। সমস্ত পরিস্থিতিতে তাঁর ভালোবাসার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন অভিনেত্রী।
আরও পড়ুন: ৫০ বছর পর ফের রহস্য অনুসন্ধানে পিকে বসু
অভিনয়ের পাশাপাশি একসময় রাজনীতিতেও ছিলেন নুসরত। ২০১৯ থেকে ২০২৪ বসিরহাট লোকসভা কেন্দ্রের সাংসদ ছিলেন তিনি।
নুসরতের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘সেন্টিমেন্টাল’। মুক্তির অপেক্ষায় রয়েছে ‘মাস্টারমশাই আপনি কিছু দেখেননি’।
ছবি: RBN আর্কাইভ