শুভ্রজিতের সাহসের প্রশংসা করতে হয়: বরুণ চন্দ
কলকাতা: প্রখ্যাত সাংবাদিক গৌরকিশোর ঘোষের আদলে তৈরি এক প্রকাশকের চরিত্রে অভিনয় করতে চলেছেন অভিনেতা বরুণ চন্দ। পরিচালক শুভ্রজিৎ মিত্রর ছবি ‘অভিযাত্রিক’-এ তিনি থাকছেন প্রকাশক রাধিকারঞ্জন মিত্রের ভূমিকায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘অপরাজিত’ উপন্যাসের শেষাংশ অবলম্বনে এই ছবি পরিচালনা করেছেন শুভ্রজিৎ। উপন্যাসের প্রথমাংশ নিয়ে সত্যজিৎ রায়ের ছবি ‘অপরাজিত’ ও ‘অপুর সংসার’ মুক্তি পেয়েছিল যথাক্রমে ১৯৫৬ ও ১৯৫৯ সালে। ‘অভিযাত্রিক’-এর অন্যান্য চরিত্রে রয়েছেন অর্জুন চক্রবর্তী, দিতিপ্রিয়া রায়, অর্পিতা চট্টোপাধ্যায়, সোহাগ সেন, শ্রীলেখা মিত্র ও সব্যসাচী চক্রবর্তী।
সম্প্রতি এক অনুষ্ঠানে বরুণ জানালেন, “এই ছবিটার জন্য শুভ্রজিৎ অনেকদিন ধরে আমাকে বলে রেখেছিল, যদিও তখন আমি জানতাম না ছবিটা কী নিয়ে। তারপরে যখন বলল, শুনে মনে হলো মাথা খারাপ নাকি! কিন্তু ওর নিজের বিশ্বাস ছিল এটা ও করবেই। তবে যাঁরা দেখেছেন, প্রত্যেকেই বলেছেন অসাধারণ কাজ করেছেন সকলে। আমার যেটুকু অংশ রয়েছে সবটাই অর্জুনের সঙ্গেই। ওর অভিনয় দেখে সত্যি অপুই মনে হয়েছে আমার।”
আরও পড়ুন: সিনেমার মতোই ছিল যে জীবন
শুভ্রজিতের ছবির শুটিং যেখানে হয়েছে, সেখানে অপুর ঘরে পৌঁছতে গেলে অনেক কষ্ট করে সাড়ে চারতলা উঠতে হতো। “তবে সেখানে ঢুকেই মনে হয়েছিল এই তো সেই ঘর,” বললেন বরুণ। “স্ত্রী না থাকলে একজন পুরুষ কীভাবে কাটাতে পারেন, ঘরে ঢুকলে সে ছবি স্পষ্ট বোঝা যেত।”
শুভ্রজিৎ সম্পর্কে বলতে গিয়ে তিনি বললেন, “বাঙালির স্বভাবই হলো তুলনা করার। আর সেটা হবেই। এই ছবি ওর জন্য একটা কঠিন পরীক্ষা। তবে ওর সাহসের প্রশংসা করতেই হয়। আর ও যেভাবে লোকেশন খুঁজে বার করেছে, সেটাও প্রশংসার যোগ্য। আমার মনে হয় ছবিটা সবার ভালো লাগবে।”