বীণা দাসের চরিত্রে দিতিপ্রিয়া?
RBN Web Desk: এবার স্বাধীনতা সংগ্রামীর বায়োপিকে অভিনয় করতে চলেছেন দিতিপ্রিয়া রায়। অন্তত টালিগঞ্জে কান পাতলে তেমনটাই শোনা যাচ্ছে। অগ্নিযুগের বিপ্লবী বীণা দাসের জীবন নিয়ে তৈরি হতে চলেছে ছবি। পরিচালনার দায়িত্বে রয়েছেন সৃজিত মুখোপাধ্যায়। ছবিটির পরিকল্পনা হয়েছিল ২০১৮ সালে। তারপর করোনাকালে অনেক ছবি তৈরি হতে গিয়েও হয়নি। কিছু তৈরি হয়েও মুক্তি পায়নি।
অবশেষে বীণা দাসের বায়োপিক হবে বলে শোনা যাচ্ছে। গত দু’বছরে বাংলার স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে পরের পর ছবি হয়ে চলেছে। বিনয়-বাদল-দীনেশের পর বাঘা যতীন এবং দীনেশ গুপ্তকে নিয়ে আলাদাভাবেও কাজ হচ্ছে। তবে কোনও মহিলা বিপ্লবীকে নিয়ে বাংলা ছবিতে এর আগে কোনও কাজ সম্ভবত হয়নি।
আরও পড়ুন: “আর ভালো লাগছে না”
রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করে কলেজজীবনে সশস্ত্র স্বাধীনতা বিপ্লবে যোগদান করেন বীণা। বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে ব্রিটিশ গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে হত্যার চেষ্টা করে ন’বছর কারাবরণ করেন তিনি। শেষ বয়সে হরিদ্বারে থাকাকালীন লোকচক্ষুর অন্তরালে একদিন পথের ধারে মৃত্যু হয় তাঁর।
২০১৯ সালে শোনা গিয়েছিল পরিণত বয়সের বীণা দাসের ভূমিকায় অভিনয় করবেন ঋতুপর্ণা সেনগুপ্ত। দিতিপ্রিয়া থাকবেন তাঁর কমবয়সের চরিত্রে। এর আগে ২০১৫ সালে সৃজিতের ‘রাজকাহিনী’ ছবিতে দিতিপ্রিয়া অভিনয় করেছিলেন। ঋতুপর্ণাও ছিলেন সেই একই ছবিতে। এরপর একসঙ্গে আর কোনও ছবিতে তাঁরা কাজ করেননি।
আরও পড়ুন: ডিসিপির কন্যা উধাও, সন্দেহের তীরে নিউজ় অ্যাঙ্কর
তাহলে কি এই ছবি দিয়েই একইসঙ্গে দুই অভিনেত্রীর সঙ্গে ফের কাজ করতে চলেছেন সৃজিত? আপাতত তিনি ‘দুর্গরহস্য’ ও ‘দশম অবতার’ নিয়ে ব্যস্ত। শোনা যাচ্ছে আগামী বছর শুরু হতে পারে এই ছবির শ্যুটিং। যদিও ছবিতে সই করার আগে কেউই এ ব্যাপারে মুখ খুলতে চাননি।
ছবি: RBN আর্কাইভ