যাদু-নস্যি নিয়ে কমেডি ছবি
RBN Web Desk: বর্তমান সময়ে বাংলায় কমেডি ছবি প্রায় হয় না বললেই চলে। হাস্যরস নির্ভর কিছু ছবি যে নির্মিত হচ্ছে না তা নয়, তবে তাতে নির্ভেজাল কমেডি থাকছে না। বেশিরভাগ ক্ষেত্রেই যৌন ইশারা করে বা একরকম পেটে কিল মেরেই হাসাতে হচ্ছে দর্শককে। এমন পরিস্থিতিতে খুবই সামান্য এক বস্তু নিয়ে হাসির রোল তোলার পরিকল্পনা করেছেন রাজীব ঘোষ। সেই সামান্য বস্তুরটির নামেই ছবি, ‘নস্যির কৌটো’।
ছবির কাহিনি কী নিয়ে?
সৌকর্য কলকাতার এক বহুজাতিক সংস্থায় কর্মরত। তার আদি বাড়ি গ্রামে। তার কাকার ২৩ নম্বর বিয়ের জন্য তাকে গ্রামে ফিরতে হয়। সেই অনুষ্ঠানের মাঝেই ঠাকুমার সঙ্গে গল্প করতে-করতে সৌকর্য এক নস্যির কৌটোর কথা জানতে পারে। সে কৌটোর মালিক নাকি তার প্রয়াত দাদু। সেই কৌটো নিয়েই ঘটতে থাকে নানা মজার ঘটনা। কী মিলল সেই নস্যির কৌটোয়? এ কি কোনও বিশেষ যাদু-নস্যি? নাকি সেই কৌটোয় লুকিয়ে আছে কোনও রহস্য? এসব প্রশ্নেরই উত্তর পাওয়া যাবে ছবিতে।
আরও পড়ুন: “আর ভালো লাগছে না”
‘নস্যির কৌটো’র মুখ্য ভূমিকায় থাকছেন লাবণী সরকার, বিশ্বনাথ বসু, রূপসা মুখোপাধ্যায় ও অভিষেক সিংহ। ছবির কাহিনি ও চিত্রনাট্য রচনা করেছেন সঞ্জয় দাস।
লাবণীকে এই প্রথমবার কোনও ছবির গানে প্লেব্যাক করতে শোনা যাবে। তাছাড়া দীর্ঘদিন পরে ছবির গানে প্লেব্যাক করতে চলেছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়।
আরও পড়ুন: আবার বছর দশেক পর লক্ষ্মীছাড়ার নতুন অ্যালবাম
রাজীব জানালেন, “‘নস্যির কৌটো’ সপরিবারে দেখার মতো একটি নির্ভেজাল পারিবারিক ছবি। যারা কমেডি পছন্দ করেন, পারিবারিক গল্প ভালোবাসেন, থ্রিলার পছন্দ করেন, এমনকী যে দর্শক ভয়ের ছবি পছন্দ করেন, সকলেই এই ছবি খুব উপভোগ করবেন।”
এই বর্ষাতেই মুক্তি পাবে ‘নস্যির কৌটো’।