প্রথমবার দ্বৈত চরিত্রে দেব?

RBN Web Desk: হিন্দি ছবিতে দ্বৈত চরিত্র একসময় খুবই জনপ্রিয় হয়েছিল। পিতা-পুত্র, যমজ ভাই বা যমজ বোনের চরিত্রে একই শিল্পীকে দেখা যেত। ‘রাম অউর শ্যাম’, ‘সীতা অউর গীতা’, ‘আঁখে’ ও ‘চালবাজ়’-এর মতো ছবি সুপারহিট হয়েছিল। এমনকী ১৯৮৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘মহান’ ছবিতে একইসঙ্গে পিতা ও দুই যমজ পুত্রের চরিত্রে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন।

বাংলাতেও দ্বৈত চরিত্র নিয়ে ছবি নেহাত কম নয়। তালিকায় রয়েছে ‘ভ্রান্তিবিলাস’, ‘ঝিন্দের বন্দী’র মতো ছবি।

আরও পড়ুন: রহস্য অনুসন্ধানে এবার ‘ম্যাডাম সেনগুপ্ত’ ঋতুপর্ণা

মুম্বই হোক বা বাংলা, হালে দ্বৈত চরিত্র নিয়ে ছবি তৈরি হয় না বললেই চলে। তবে এবার সম্ভবত সুজিত দত্ত পরিচালিত ‘খাদান’-এ প্রথমবার দ্বৈত চরিত্রে অভিনয় করতে চলেছেন দেব। পিতা ও পুত্রের চরিত্রে দেখা যাবে তাঁকে। কয়লাখনি অঞ্চলের রাজনীতি ও জীবনযাত্রা নিয়ে একটি ছবিতে নায়িকার চরিত্রে থাকবেন ইধিকা পাল।  




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *