আবারও কম্পাউন্ডার চরিত্রে অভিষেক

RBN Web Desk: আবারও কম্পাউন্ডার চরিত্রে অভিনয় করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ২০১৮ সালে প্রথমবার ওটিটিতে মুক্তি পেয়েছিল ‘মির্জ়াপুর’। অভিনয় করেছিলেন আলি ফজ়ল, বিক্রান্ত মাসে, দিব্যেন্দু শর্মা, বিজয় বর্মা, পঙ্কজ ত্রিপাঠী, শ্বেতা ত্রিপাঠীরা। সেই সিরিজ়ে কম্পাউন্ডার বা সুবোধ চরিত্রে ছিলেন অভিষেক।

প্রথম সিজ়নের মাঝামাঝি কম্পাউন্ডার মারা যায়। তাই ‘মির্জ়াপুর’-এর পরবর্তী দুটো সিজ়নে ছিলেন না অভিষেক। তৃতীয় সিজ়নে ছিলেন না দিব্যেন্দুও। সিরিজ়ে মুন্না ভাইয়ার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।

আরও পড়ুন: ভূতের কেত্তনে আরিয়ান, খরাজ, মানসী, কাঞ্চন

তবে এবার বড়পর্দায় আসছে ‘মির্জ়াপুর দ্য ফিল্ম’ (Mirzapur The Film)। তাতে বাকি শিল্পীদের সঙ্গে থাকছেন অভিষেকও। সম্প্রতি এই ছবির আনুষ্ঠানিক ঘোষণা করেছেন নির্মাতারা।

গত ছ’বছর ধরে গুড্ডু ভাইয়া, মুন্না ভাইয়া, গোলু গুপ্তা, শরদ শুক্লা চরিত্রগুলি দর্শকের মুখে-মুখে ফিরেছে। মির্জ়াপুরের দখল কার হাতে থাকবে, এই প্রশ্ন নিয়ে শেষ হয়েছিল তৃতীয় সিজ়ন। ‘মির্জ়াপুর দ্য ফিল্ম’ সেখান থেকেই শুরু হবে কিনা তা এখনও জানা যায়নি। তবে বড়পর্দায় মির্জ়াপুরের প্রতিটি চরিত্রই থাকবে, তেমনই ইঙ্গিত দিয়েছেন নির্মাতারা।

২০২৬ সালে মুক্তি পাবে ‘মির্জ়াপুর দ্য ফিল্ম’।

ছবি: আইএমডিবি




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *