দ্রৌপদীর ট্যাটুকে কটাক্ষ ‘ভীষ্ম’ মুকেশের
RBN Web Desk: করোনা ভাইরাসের কারণে দেশব্যাপী লকডাউনের জেরে ঘরবন্দী সাধারণ মানুষ। কলকারখানা, যানবাহনের পাশাপাশি সমম্ত ধারাবাহিকের কাজও বন্ধ। এরই মাঝে জাতীয় টেলিভিশনে শুরু হয়েছে ‘রামায়ণ’, ‘মহাভারত’, ‘ব্যোমকেশ বক্সী’, ‘সার্কাস’-এর মত একসময়ের তুমুল জনপ্রিয় ধারাবাহিকের পুনঃসম্প্রচার।
সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে শান্তারাম ভার্মা ও তালাত জানি পরিচালিত ‘কাহানি হামারে মহাভারত কি’র তীব্র সমালোচনা করেন মুকেশ। ২০০৮-এ সম্প্রচারিত এই ধারাবাহিকটি প্রযোজনার দায়িত্বে ছিল একতা কাপুরের সংস্থা। সেই ধারাবাহিকে দ্রৌপদীর কাঁধের ট্যাটুকে কটাক্ষ করে মুকেশ বলেন, মহাভারতকে ‘খুন’ করেছিলেন একতা।
উল্লেখ্য, ১৯৮৮ সালে সম্প্রচারিত ‘মহাভারত’ ধারাবাহিকে পিতামহ ভীষ্মের চরিত্রে অভিনয় করেছিলেন মুকেশ। বি আর চোপড়া ও রবি চোপড়া পরিচালিত এই ধারাবাহিকটি বিপুল জনপ্রিয়তা লাভ করে।
আরও পড়ুন: যথেচ্ছ মাস্ক ব্যবহার করা নিয়ে সতর্ক করলেন বিক্রম
‘কাহানি হামারে মহাভারত কি’তে সত্যবতিকে খলচরিত্র হিসেবে দেখানো হয়েছিল বলেও অভিযোগ করেন মুকেশ। ধারাবাহিকটির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে অভিনেতা বলেন, সংস্কৃতিকে কখনও আধুনিক করা যায় না। সেটা করলে সবকিছু শেষ হয়ে যাবে।
‘মহাভারত’ ছাড়াও ‘শক্তিমান’ ধারাবাহিকের নামভূমিকায় অভিনয় করে জনপ্রিয়তা লাভ করেন মুকেশ। সেই ‘শক্তিমান’ই আবার নতুনরূপে ফিরিয়ে আনতে চান মুকেশ। তবে তা কোনওভাবেই ‘কাহানি হামারে মহাভারত কি’র মতো হবে না বলে দাবি করেন তিনি।