আবারও একসঙ্গে সৃজিত-অনির্বাণ
RBN Web Desk: আবারও একসঙ্গে কাজ করতে চলেছেন সৃজিত মুখোপাধ্যায় ও অনির্বাণ ভট্টাচার্য। সৃজিতের পরবর্তী ছবি ‘দ্বিতীয় পুরুষ’-এর শ্যুটিং শুরু হবে ১৭ অক্টোবর থেকে। এই ছবিতেই একটি অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে চলেছেন অনির্বাণ।
উল্লেখ্য, ‘দ্বিতীয় পুরুষ’ সৃজিতের ২০১১ সালের ‘বাইশে শ্রাবণ’ ছবির সিক্যুয়েল। সেই ছবির কেন্দ্রীয় চরিত্রে ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রাইমা সেন, গৌতম ঘোষ ও পরমব্রত চট্টোপাধ্যায়। ‘দ্বিতীয় পুরুষ’-এও থাকছেন পরমব্রত ও রাইমা।
আরও পড়ুন: তিন মূর্তি ও পায়ের তলায় সরষে
এই নিয়ে সৃজিতের সঙ্গে ষষ্ঠবার কাজ করতে চলেছেন অনির্বাণ। এর আগে সৃজিতের পরিচালনায় ‘উমা’, ‘এক যে ছিল রাজা’, ‘শাহজাহান রিজেন্সি’, ‘ভিঞ্চিদা’ ও ‘গুমানামী’তে অভিনয় করেছেন তিনি।
‘দ্বিতীয় পুরুষ’-এ পরমব্রত, রাইমা ও অনির্বাণের পাশাপাশি থাকছেন গৌরব চক্রবর্তী ও ঋতব্রত মুখোপাধ্যায়ও।