একই সঙ্গে দুটি ছবির মহরত সারলেন আবির
কলকাতা: আজ একই সঙ্গে দুটি ছবির মহরত সারলেন অভিনেতা আবির চট্টোপাধ্যায়। অরিন্দম শীল পরিচালিত ব্যোমকেশ বক্সীকে নিয়ে নতুন ছবিতে থাকবেন সুহোত্ৰ মুখোপাধ্যায় ও সোহিনী সরকার। অন্যদিকে ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত সোনাদা সিরিজ়ের নতুন ছবি ‘কর্ণসুবর্ণের গুপ্তধন’ ছবিতে থাকছেন অর্জুন চক্রবর্তী, ইশা সাহা ও সৌরভ দাস। দুটি ছবিরই কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন আবির।
অরিন্দমের পরিচালনায় এর আগে তিনটি ব্যোমকেশের ছবিতে নামভূমিকায় অভিনয় করেছেন আবির। অরিন্দম-আবির জুটির এই সিরিজ়ে শেষ ছবি ‘ব্যোমকেশ গোত্র’ ২০১৮ সালে মুক্তি পায়। এবার শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের অসমাপ্ত ব্যোমকেশ কাহিনী ‘বিশুপাল বধ’ নিয়ে ছবি করতে চলেছেন অরিন্দম। এখনও ছবির নামকরণ হয়নি।
আরও পড়ুন: টানটান লকড রুম মিস্ট্রি
সোনাদা সিরিজ়ের তৃতীয় গল্প নিয়ে ‘কর্ণসুবর্ণের গুপ্তধন’ তৈরি করতে চলেছেন ধ্রুব। এর আগে এই সিরিজ়ের দুটি ছবি ‘গুপ্তধনের সন্ধানে’ ও ‘দুর্গেশগড়ের গুপ্তধন’-এর মতোই এখানেও সোনাদার ভূমিকায় দেখা যাবে আবিরকে। এছাড়া আবির ও ঝিনুকের ভূমিকায় থাকবেন অর্জুন ও ইশা।
‘কর্ণসুবর্ণের গুপ্তধন’-এর শুটিং শুরু হতে চলেছে ২৭ মার্চ।