বিশিষ্ট অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় প্রয়াত
কলকাতা: চলে গেলেন বিশিষ্ট অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর। গতকাল রাতে শ্যুটিং চলাকালীন অসুস্থ হয়ে পড়েন। আজ রাত ১.৪০ নাগাদ প্রিন্স আনোয়ার শাহ রোডে নিজের ফ্ল্যাটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
১৯৮৬ সালে তরুণ মজুমদারের ছবি ‘পথভোলা’ দিয়ে বাংলা ছবিতে পা রাখেন অভিষেক। কাজ করেছেন ঋতুপর্ণ ঘোষ, অঞ্জন চৌধুরী ও একাধিক প্রথম সারির পরিচালকের ছবিতে। তাঁর অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলি হল, ‘দহন’, ‘বাড়িওয়ালি’, ‘মধুর মিলন’ , ‘মায়ের আঁচল’, ‘আলো’ ও ‘নীলাচলে কিরীটি’। টেলিভিশনেও সমানতালে কাজ করে গেছেন তিনি। অভিনয় করেছেন ‘পিতা’, ‘ইচ্ছেনদী’, ‘অপুর সংসা’র, ‘কুসুম দোলা’, ‘অন্দরমহল’, ‘ফাগুন বউ’, ‘খড়কুটো’র মতো ধারাবাহিকে।
আরও পড়ুন: নেপথ্যে গাইলেন জলি, স্টেজে দাঁড়িয়ে ঠোঁট মেলালেন রাহুল দেব বর্মণ
নব্বইয়ের দশকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তাপস পাল ও চিরঞ্জিত চক্রবর্তীর মতো নায়কদের সঙ্গে একই পঙক্তিতে উচ্চারিত হতো অভিষেকের নাম।
তাঁর প্রয়াণে বাংলা বিনোদন জগতে নেমে এসেছে শোকের ছায়া।