যৌনতার অভিযোগে উধাও ‘টুম্পা’ খ্যাত ‘রেস্ট ইন প্রেম’-এর দ্বিতীয় পর্ব

RBN Web Desk: ইউটিউবের রোষের মুখে ওয়েব সিরিজ় ‘রেস্ট ইন প্রেম’। ইন্টারনেটের সর্ববৃহৎ ভিডিও শেয়ারিং মাধ্যম থেকে যৌনতা ও নগ্নতার অভিযোগে সরিয়ে ফেলা হলো এই সিরিজ়ের দ্বিতীয় পর্ব ‘পূর্বরাগ’। তবে সিরিজ়টির নির্মাতাদের দাবি, দ্বিতীয় পর্বে কোনওরকম অশালীন কিছু না ছিল না।

দীপাবলীর প্রাক্কালে ইউটিউবে মুক্তি পায় অরিজিৎ সরকার পরিচালিত ‘রেস্ট ইন প্রেম’। বিনামূল্যে দেখা যাচ্ছিল সিরিজ়টি। সায়ন ঘোষ, দীপাংশু আচার্য ও সুমনা দাস অভিনীত এই সিরিজ়ের ‘টুম্পা’ গানটি ইতিমধ্যেই প্রবল জনপ্রিয়তা লাভ করেছে। ৯ অক্টোবর মুক্তি পাওয়ার পর ইউটিউবে গানটির ভিউ সংখ্যা পেরিয়েছে ২.১৫ কোটি। গানটিকে ভিত্তি করে সোশ্যাল মিডিয়ায় তৈরি হয়েছে অসংখ্য মিমও। এরপর স্বভাবতই টুম্পা কে সেটা জানার জন্য ওয়েব সিরিজ়টির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন বহু দর্শক। ১৩ নভেম্বর প্রথম পর্ব ‘গৃহপ্রবেশ’ মুক্তি পাওয়ার পর সেটি দেখে ফেলেন পাঁচ লক্ষেরও বেশি মানুষ। লাইকের সংখ্যা ২৭ হাজারেরও বেশি। তাই আচমকা দ্বিতীয় পর্ব সরিয়ে ফেলায় রীতিমতো অবাক প্রযোজকনা সংস্থা এবং সিরিজ়ের শিল্পীরা।

আরও পড়ুন: গোয়েন্দা ফেলুদার চরিত্রে নতুন অভিনেতা, সম্পন্ন হলো লুক টেস্ট

দীপাংশু রেডিওবাংলানেট-কে জানালেন, “মনে হয় কোনও বড় প্রযোজনা সংস্থা বা অন্য কেউ ইচ্ছে করে বিপুল সংখ্যক মাস রিপোর্টিং করিয়েছে। না হলে সাধারণ দর্শক যেখানে সিরিজ়টি পছন্দ করেছেন সেখানে কীভাবে তাঁদের দ্বারা এরকম রিপোর্টিং সম্ভব? ইউটিউব কর্তৃপক্ষ যে অভিযোগ এনেছে, সেরকম কোনও আপত্তিকর দৃশ্য আমাদের সিরিজ়ে ছিল না। ইউটিউবে অন্য অনেক ভিডিও রয়েছে যেখানে অত্যন্ত অশালীন ও আপত্তিকর দৃশ্য বর্তমান। বিনামূল্যে দর্শকদের একটি ভালো ওয়েব সিরিজ় উপহার দিতে চেয়েছিলাম, তার বিনিময়ে এটা কাম্য ছিল না।”

সিরিজ়ের দ্বিতীয় পর্বটি সরিয়ে ফেলায় অবাক সায়নও। তিনি বললেন, “কোনও প্রযোজনা সংস্থা এটা করেছে কিনা সেটা হলফ করে বলতে পারব না, কারণ আমাদের কাছে প্রমাণ নেই। তবে কিছু একটা সমস্যা তো হয়েছেই। ‘টুম্পা’ গানটি কোনওরকম প্রোমোশন ছাড়াই, শুধুমাত্র তার কনেটন্টের জোরেই বিপুল জনপ্রিয় হয়। ‘রেস্ট ইন প্রেম’ কনটেন্টের দিক থেকেও ব্যতিক্রমী ছিল। এভাবে যদি ব্যক্তিস্বাধীনতার ওপর আক্রমণ করা হয়, তাহলে পরবর্তীকালে নতুন কেউ নিজস্ব কনটেন্ট নিয়ে কিছু তৈরি করতে সাহস পাবে না।”




নির্মাতাদের দাবি, ইউটিউব ভিডিওটি সরিয়ে ফেলার পর বেশ কয়েকটি বড় ওটিটি প্ল্যাটফর্ম ‘রেস্ট ইন প্রেম’-এর কনটেন্ট কিনতে চােয়েছে। “আমরা যদি ওটিটি রিলিজ় ভাবতাম তাহলে তো আগেই কোনও সংস্থার সঙ্গে যোগাযোগ করতাম। আমরা সিরিজ়টি বিনামূল্যে দর্শকদের কাছে পৌঁছতে চেয়েছিলাম যাতে সরাসরি তাঁদের মতামত জানা যায়। এভাবে মৌলিক কনটেন্ট যদি বিক্রি হয়ে যায় তাহলে তো আমাদের লড়াইটাই শেষ। ভবিষ্যতে স্বাধীনভাবে কোনও কাজ করার ইচ্ছাটাই চলে যাবে,” বললেন সায়ন।

সোশ্যাল মিডিয়াতেও এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন দর্শকদের একাংশ। বিনামূল্যে এত ভালো কনটেন্ট দর্শকের কাছে পৌঁছতে গেলে সাবস্ক্রিপশনভিত্তিক ওটিটি মাধ্যমগুলির সমস্যা হবে, এমনটাই মনে করছেন অনেকে। তাই হয়তো ‘রেস্ট ইন প্রেম’ ঘিরে এরকম কোনও চক্রান্ত কাজ করছে। যে অংশটি নিয়ে ইউটিউবের সমস্যা, সেটি বাদ দিয়ে পর্বটি আবার প্রকাশ করার প্রস্তাব করেছেন অনেকে।

Amazon Obhijaan



Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *