ক্ষোভের মুখে পিছু হটল প্রযোজনা সংস্থা
RBN Web Desk: ক্ষোভের মুখে পিছু হটল প্রযোজনা সংস্থা। ফের মুক্তি পেল সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘ফেলুদা ফেরত’ ওয়েব সিরিজ়ের ট্রেলার। প্রথমে ১৬ নভেম্বর মুক্তি পাবার কথা থাকলেও, সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুতে ট্রেলার প্রকাশের অনুষ্ঠানটি পিছিয়ে দেওয়া হয়। গতকাল কলকাতায় ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ও বিশিষ্ট অভিনেতা সব্যসাচী চক্রবর্তীর উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে মুক্তি পায় ট্রেলারটি।
সত্যজিৎ রায়ের লেখা ফেলুদা সিরিজ়ের দুটি উপন্যাসকে নিয়ে ‘ফেলুদা ফেরত’ তৈরি করেছেন সৃজিত। ‘ছিন্নমস্তার অভিশাপ’ অবলম্বনে নির্মিত হয়েছে প্রথম সিজ়ন।
মুক্তি পাবার সঙ্গে-সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় প্রবল বিক্ষোভের মুখে পড়ে ট্রেলারটি। ট্রেলারের টাইটেল কার্ডে ‘রচনা ও পরিচালনা সৃজিৎ মুখোপাধ্যায়’ লেখাটি নিয়ে ক্ষোভে ফেটে পড়ে সোশ্যাল মিডিয়ার একাংশ। সেই ক্ষোভের জেরে আজ সকালে ইউটিউব থেকে ট্রেলারটি তুলে নিতে বাধ্য হয় প্রযোজনা সংস্থা। কিছুক্ষণ আগে প্রকাশ করা হয় ‘ফেলুদা ফেরত’-এর প্রথম সিজ়নের সংশোধিত ট্রেলার।
আরও পড়ুন: যন্তর মন্তর কক্ষের নেপথ্যে
‘ফেলুদা ফেরত’-এ ফেলুদা, জটায়ু ও তপেশের ভূমিকায় রয়েছেন টোটা রায়চৌধুরী, অনির্বাণ চক্রবর্তী ও কল্পন মিত্র। এছাড়া মহেশ চৌধুরী ও তাঁর মেজছেলে বীরেন্দ্রর ভূমিকায় দেখা যাবে ধৃতিমান চট্টোপাধ্যায় ও ঋষি কৌশিককে।
ডিসেম্বরে আড্ডাটাইমসে দেখা যাবে ‘ফেলুদা ফেরত’।