গোয়েন্দা ফেলুদার চরিত্রে নতুন অভিনেতা, সম্পন্ন হলো লুক টেস্ট

RBN Web Desk: প্রথমে সৌমিত্র চট্টোপাধ্যায় তারপর একে-একে শশী কাপুর, সব্যসাচী চক্রবর্তী, আবির চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, টোটা রায়চৌধুরী। এঁরা প্রত্যেকেই একটি সুতোয় গাঁথা। অর্থাৎ কোনও না কোনও সময় এঁরা প্রত্যেকেই অভিনয় করেছেন বাংলা সাহিত্যর অন্যতম জনপ্রিয় আইকন, সত্যজিৎ রায় সৃষ্ট গোয়েন্দা ফেলুদার চরিত্রে। এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে আরেক অভিনেতার নাম। ‘নয়ন রহস্য’ অলম্বনে ফেলুদা সিরিজ়ের নতুন ছবি পরিচালনা করতে চলেছেন সন্দীপ। ফেলুদার ভূমিকায় দেখা যেতে পারে ইন্দ্রনীল সেনগুপ্তকে। সম্প্রতি তাঁর লুক টেস্ট সম্পন্ন হয়েছে।

এর আগে সন্দীপ পরিচালিত পূর্ণাঙ্গ চলচ্চিত্রে সব্যসাচী চক্রবর্তী ও আবির চট্টোপাধ্যায় ফেলুদার ভূমিকায় অভিনয় করেছেন। ফেলুদার তুলনায় বয়স বেশি হওয়ায় সব্যসাচী নিজেই আর ফেলুদা করতে রাজি নন। অন্যদিকে, একইসঙ্গে ব্যোমকেশ এবং ফেলুদা চরিত্রে বেমানান আবির। তাই ফেলুদার জন্য নতুন অভিনেতার খোঁজ করছিলেন সন্দীপ। সবকিছু ঠিকঠাক এগোলে বড়পর্দায় চতুর্থ ফেলুদা হতে চলেছেন ইন্দ্রনীল।  এর আগে গোয়েন্দা কিরীটি রায়ের চরিত্রে অভিনয় করেছেন তিনি। চরিত্রানুযায়ী উচ্চতা ও চৌকস অভিব্যক্তি সম্পন্ন মুখাবয়ব ইন্দ্রনীলের। এছাড়া ‘নয়ন রহস্য’-এ থাকা কিছু অ্যাকশন দৃশ্যের জন্যও তিনি যথাযথ বলে মনে করছে সন্দীপ ও প্রযোজনা সংস্থা। 

আরও পড়ুন: সিনেমার মতোই ছিল যে জীবন

তবে ফেলুদার পাশাপাশি জটায়ুরও খোঁজ করছেন সন্দীপ। এই চরিত্রে সঠিক অভিনেতা না পাওয়ার কারণে জটায়ুহীন দুটি গল্প নিয়ে সন্দীপ পরিচালনা করেন ‘ডবল ফেলুদা’। কিন্তু দর্শকদের কাছে জটায়ু না থাকলে ফেলুদার গল্পগুলি যেন অসম্পূর্ণ মনে হয়। ফেলুদা, তোপসে এবং জটায়ু এরা একে অপরের পরিপূরক। বিভু ভট্টাচার্য মারা যাওয়ার পর জটায়ুর মতো মানানসই চেহারার অভিনেতা বাংলা ছবির জগতে সেভাবে দেখা যায়নি।




সম্প্রতি সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘ফেলুদা ফেরত’ ওয়েব সিরিজ়ে জটায়ুর ভূমিকায় অভিনয় করছেন অনির্বাণ চক্রবর্তী। তাঁকে দেখা মাত্রই দর্শকরা বলেছিলেন বইয়ের পাতা থেকে উঠে আসা জটায়ু। সন্দীপ পরিচালিত ‘নয়ন রহস্য’ নতুন জটায়ু কে হন সেটাই এখন দেখার।

Amazon Obhijaan



Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *