আবারও একসঙ্গে মধুমিতা ও যশ
RBN Web Desk: আবারও একসঙ্গে ক্যামেরার সামনে দাঁড়ালেন মধুমিতা সরকার ও যশ দাশগুপ্ত। কিছুদিন আগে তাঁদের দুজনের একসঙ্গে ছবিতে অভিনয় করা গুঞ্জন উঠেছিল। তবে ছবি না হলেও আজ একটি গানের ভিডিওর জন্য শুটিং করলেন তাঁরা। বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী তনভির ইভানের কণ্ঠে ‘ও মন রে’ গানের ভিডিওতেই দেখা যাবে তাঁদের।
একসময় বাংলা মেগাধারাবাহিক জগতের অন্যতম বিখ্যাত জুটি ছিলেন যশ ও মধুমিতা। ‘বোঝেনা সে বোঝেনা’য় অরণ্য-পাখি জুটি বিপুল জনপ্রিয় হয়। টেলিভিশনে ২০১৩ থেকে টানা তিনবছর নিজেদের এক নম্বর জায়গা ধরে রেখেছিলেন যশ ও মধুমিতা। এরপর দুজনেই বড় পর্দায় আআত্মপ্রকাশ করলেও তাঁদের একসঙ্গে অভিনয় করতে দেখা যায়নি।
আরও পড়ুন: পাহাড়ের বাঁকে অজানা পাপের ইতিহাস
‘ও মন রে’র গীতিকার এবং সুরকার তনভির। এর আগে তাঁর দুটি সিঙ্গল ‘অভিমান’ এবং ‘অভিযোগ’ বিপুল জনপ্রিয়তা লাভ করে। দুটি গানেরই প্রায় কয়েক কোটি ভিউ রয়েছে সোশ্যাল মিডিয়ায়।
এই প্রথম কোন মিউজ়িক ভিডিওর চিত্রগ্রহণ করলেন সৌমিক হালদার। ভিডিওটি কোরিওগ্রাফ করেছেন বাবা যাদব।
শীঘ্রই মুক্তি পেতে চলেছে ‘ও মন রে’।