ছোট থেকে অমিতাভ-শাহরুখই অনুপ্রেরণা, বললেন রণবীর

RBN Web Desk: ফরহান আখতার পরিচালিত ‘ডন ৩’-এর নামভূমিকায় অভিনয় করতে চলেছেন তিনি। ছোট থেকেই হিন্দি ছবির নায়ক হওয়ার স্বপ্ন দেখতেন রণবীর, অনুকরণ করতেন তাঁর প্রিয় দুই অভিনেতা অমিতাভ বচ্চন ও শাহরুখ খানকে। এবার তাঁদের জুতোয় পা গলাতে পেরে গর্বিত রণবীর।

১৯৭৮ সালে মুক্তি পায় চন্দ্র বারোট পরিচালিত ছবি ‘ডন’। নামভূমিকায় ছিলেন অমিতাভ বচ্চন। অন্য দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন জ়ীনত অমান ও প্রাণ। ২০০৬ সালে ফরহান নতুনভাবে ‘ডন’কে বড়পর্দায় নিয়ে আসেন। মুখ্য চরিত্রে ছিলেন শাহরুখ খান, প্রিয়াঙ্কা চোপড়া, অর্জুন রামপাল ও বোমন ইরানী। এর পাঁচ বছর পর ফরহানের পরিচালনায় মুক্তি পায় ‘ডন ২’। সেখানেও নামভূমিকায় ছিলেন শাহরুখ। সঙ্গে ছিলেন প্রিয়াঙ্কা, বোমন ও লারা দত্ত।

আরও পড়ুন: বাদ পড়লেন তৃণা

এক সোশ্যাল মিডিয়া পোস্টে রণবীর লিখেছেন, তাঁর অভিনয় জীবনে অমিতাভ ও শাহরুখের অবদান বলে বোঝানো যাবে না। ডন সিরিজ় এগিয়ে নিয়ে যাওয়ার বিরাট দায়িত্ব এখন তাঁর কাঁধে। এ জন্য অমিতাভ-শাহরুখই তাঁর অনুপ্রেরণা, বলেছেন রণবীর। ফরহানকেও ধন্যাবাদ জানিয়েছেন তিনি।




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *