নিয়ম ভেঙে শুটিং, বিপাকে ধারাবাহিক
RBN Web Desk: নিয়ম ভেঙে সারারাত ধরে শুটিং চালানোর অভিযোগ উঠল এক বাংলা মেগাধারাবাহিকের প্রযোজনা সংস্থার বিরুদ্ধে। গত একবছর ধরে চলতে থাকা অতিমারীর কারণে শুটিংয়ের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। তাছাড়া রাত ন’টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত যানবাহন চলাচলের ওপর সরকারী নিষেধ রয়েছে। তাই এমন সময় শুটিং শেষ করতে হবে যাতে প্রত্যেক শিল্পী ও কলাকুশলী রাত ন’টার মধ্যে বাড়ি ফিরতে পারেন, এটাই নিয়ম। কিন্তু সম্প্রতি একটি নতুন ধারাবাহিকের শুটিং সারারাত ধরে করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। যদিও সেই ধারাবাহিকের নাম প্রকাশ্যে আসেনি।
ঘটনাটি ঘটেছে ৩১ জুলাই। নাম প্রকাশে অনিচ্ছুক ওই ধারাবাহিকের এক অভিনেতার দাবি, সেদিন রাত ন’টার পরেও শুটিং চলতে থাকে। বয়স্ক শিল্পীদের শুটিং চলে গভীর রাত পর্যন্ত। রাত দেড়টার পরে তাঁদের প্যাকআপ হয়। এমনকি শিশুশিল্পীদের নিয়েও কাজ হয়েছে ১ আগস্ট ভোর পর্যন্ত। গতকাল এই ঘটনা জানাজানি হলে শিল্পীদের মধ্যে উত্তেজনা ছড়ায়।
আরও পড়ুন: বেহিসেবী জীবনযাপন, আজ স্মৃতির অতলে সৌমিত্র
ধারাবাহিকের প্রযোজকের সঙ্গে যোগাযোগ করা যায়নি। পরিচালকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সমস্ত ঘটনাটি অস্বীকার করেন। তবে মাঝেমধ্যে প্যাকআপ হতে কিছুটা দেরি হলে যাঁদের দূরে বাড়ি তাঁদের ফিরতে দেরি হয়ে যায় বলে মেনে নিয়েছেন তিনি।
বিষয়টি নিয়ে টেকনিশিয়ন্স ফেডারেশন তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে। তবে সংশ্লিষ্ট নিয়মগুলি নিয়ে ফেডারেশনের সঙ্গে প্রযোজকদের কোনও চুক্তিপত্র স্বাক্ষরিত হয়নি। এখনও পর্যন্ত তা প্রস্তাবের পর্যায়েই রয়েছে। তবে অনেকেই মনে করছেন একজন পরিচালক নিয়ম ভাঙলে বাকিরাও সেই পথেই হাঁটবেন। এই প্রবণতা শুরু হলে সরকারী নিয়ম অমান্য করা হবে। এ প্রসঙ্গে ফেডারেশন কী পদক্ষেপ নেয় সেই দিকেই আপাতত তাকিয়ে রয়েছে বাংলা টেলিজগৎ।