‘৮/১২’-এর সঙ্গীতের দায়িত্বে সৌম্য ঋত
RBN Web Desk: এবার বিনয়, বাদল, দীনেশের লড়াইয়ে সামিল হলেন সঙ্গীত পরিচালক সৌম্য ঋত। রাইটার্স বিল্ডিংস অভিযানের এই তিন নায়ককে নিয়ে পরিচালক অরুণ রায়ের পরবর্তী ছবি ‘৮/১২’ ঘোষণা করা হয় এপ্রিলে। ছবিতে অভিনয় করছেন কিঞ্জল নন্দ, অর্ণ মুখোপাধ্যায়, সুমন বোস (রেমো), অনুষ্কা চক্রবর্তী ও বিপাশা সাহা। সম্প্রতি এই ছবির সুরারোপের দায়িত্ব নিলেন সৌম্য ঋত।
এর আগে ‘অব্যক্ত’ ও ‘গুলদস্তা’ ছবির সঙ্গীত পরিচালনা করেছেন সৌম্য ঋত। করেছেন ‘সহবাসে’ ও ‘শ্রীমতি’ ছবির কাজও, যেগুলি মুক্তির অপেক্ষায় রয়েছে। এবার ‘৮/১২’-এর জন্য দেশাত্মবোধক সুর তৈরির কাজে হাত দেবেন তিনি।
আরও পড়ুন: শেষের সেদিন, উপস্থিত ছিলেন শুধু মহেশ ও ড্যানি
এরকম একটি ছবির সঙ্গে যুক্ত হতে পারে স্বাভাবিকভাবেই আপ্লুত সৌম্য সংবাদমাধ্যমকে জানালেন, “দেশাত্মবোধক কোনও ছবিতে কাজ করার ইচ্ছেটা আমার দীর্ঘদিনের। দেশের কথা ভেবে কিছু করার ইচ্ছে তো সকলের মধ্যেই থাকে। তাই এই ছবিটা আমার কাছে খুব স্পেশাল। স্বাধীনতা সংগ্রামীদের জীবনী ছোটবেলা থেকেই আমাকে উদ্বুদ্ধ করেছে। বিনয়, বাদল, দীনেশের কাহিনীও আমাকে বিশেষভাবে অনুপ্রেরণা দিয়েছে। এই ছবির সঙ্গীতের মাধ্যমে আমি তাঁদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করার সুযোগ পাব। অরুণদার ‘এগারো’ ও ‘হীরালাল’ দেখার পরে ওঁর সঙ্গে কাজ করার ইচ্ছে তো ছিলই। আশা করি এ ছবির গানগুলো দর্শকদের ভালো লাগবে।”
পরিস্থিতি স্বাভাবিক থাকলে ডিসেম্বরে মুক্তি পেতে চলেছে ‘৮/১২’।