সকলের ডেট পেতে ঠিক দু’দিন লেগেছিল: কৌশিক
RBN Web Desk: ২০২০ সালে শ্যুটিং শেষ হয়ে গেলেও অতিমারির কারণে তিন বছর পর অবশেষে মুক্তি পেতে চলেছে কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি ‘কাবেরী অন্তর্ধান’। অভিনয়ে রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, চূর্ণী গঙ্গোপাধ্যায়, কৌশিক সেন, অম্বরীশ ভট্টাচার্য, ইন্দ্রনীল সেনগুপ্ত, ইন্দ্রাশিস আচার্য, পূরব শীল আচার্য ও কৌশিক নিজে।
ছবির প্রেক্ষাপট ১৯৭৫ এর নকশাল আন্দোলনে উত্তাল উত্তরবঙ্গ। “সেই সময়টাকে আমরা পোশাক এবং সেটের মাধ্যমে ধরতে চেয়েছি,” রেডিওবাংলানেট-কে জানালেন কৌশিক, “রাস্তার হোর্ডিং ইত্যাদির মধ্যে দিয়ে যতটা সম্ভব সেই পিরিয়ডটাকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। তবে নকশাল আন্দোলনের সময়টা শুধুই এই গল্পের প্রেক্ষাপট, ছবিটা আসলে ভালোবাসার।”
আরও পড়ুন: নব্বইয়ের ‘সত্যান্বেষী’, বাদ পড়লেন ব্যোমকেশ
ছবির কাহিনী খুন এবং অন্তর্ধান নিয়ে। অস্থির নকশাল সময়ের মধ্যে একই দিনে হঠাৎ খুন হয়ে যান এনকাউন্টার স্পেশালিস্ট দুঁদে পুলিশ অফিসার মৃণ্ময় ঘোষ (কৌশিক সেন) এবং সেই সঙ্গে নিরুদ্দেশ হয়ে যান মৃণ্ময়ের বোন কাবেরী (শ্রাবন্তী)। এই নিয়েই এগিয়ে চলবে ছবির ঘটনাপ্রবাহ।
একইসঙ্গে এতজন নামী অভিনেতাকে নিয়ে কাজ করতে কতটা সমস্যা হয়েছিল এই প্রশ্নে কৌশিক জানালেন, “আমার ঠিক দু’দিন লেগেছিল সকলের ডেট পেতে। আমি যখন ছবির গল্পটা জানাই প্রত্যেকে এককথায় রাজি হয়ে গিয়েছিল। সকলেই অপেক্ষা করছিল কবে থেকে শ্যুটিং শুরু হবে। ২০১৯-এ কাজ শুরু হয়ে কোভিড আসার ঠিক সাতদিন আগে শেষ হয় শুটিং।”
আরও পড়ুন: বেহিসেবী জীবনযাপন, আজ স্মৃতির অতলে সৌমিত্র
ছবিতে কৌশিক নিজে রয়েছেন এক গোয়েন্দার ভূমিকায়। এই গোয়েন্দা চরিত্রকে কি আবারও কোনও গল্পে দেখা যেতে পারে?
“এই চরিত্রটা আবার ফিরবে কিনা সেটা প্রযোজনা সংস্থা ঠিক করবে। তবে যদি ফ্র্যাঞ্চাইজ়ির কথা বলা হয় তবে বলব আমি গোয়েন্দা নিয়ে কাজ করতে খুব একটা আগ্রহী নই,” জানালেন কৌশিক।
ছবির কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজে। চিত্রগ্রহণে রয়েছেন গোপী ভগৎ। আবহ সঙ্গীত প্রবুদ্ধ বন্দোপাধ্যায়ের।
২০ জানুয়ারি মুক্তি পাচ্ছে ‘কাবেরী অন্তর্ধান’।