থ্রিলার ছেড়ে প্রেমে সৃজিত
RBN Web Desk: একটা সময় ভালোবাসার মানে ছিল ‘চৌরাসিয়ার বাঁশি’। এখন যুগ বদলেছে, বদলে গেছে ভালোবাসার সংজ্ঞাও। এখন ভালোবাসার রং কোথাও লাল, হলুদ আবার কোথাও ধূসর। বয়স বাড়ার পাশাপাশি জীবনের প্রতিটি পর্যায়ে সম্পর্কের সমীকরণগুলোও বদলে যায়। চাওয়া-পাওয়ার চেনা ছকে তাকে বাঁধা যায় না।
তবে নতুন প্রজন্মের কাছে বিজ্ঞান এবং উন্নত প্রযুক্তি সবকিছু এতটাই সহজলভ্য করে দিয়েছে যে, ‘জীবনের যত জটিল-কুটিল ফ্যাক্টর’গুলোকে তাঁরা সূক্ষ্ম চেতনা, অনুভূতি, আবেগ দিয়ে বিচার না করে ‘X= প্রেম’ ধরে নিয়েই সম্পর্কের অঙ্কে এগিয়ে চলে।
আড়ও পড়ুন: শেষের সেদিন, উপস্থিত ছিলেন শুধু মহেশ ও ড্যানি
‘২২শে শ্রাবণ’, ‘মিশর রহস্য’, ‘চতুষ্কোণ’, ‘ইয়েতি অভিযান’, ‘ভিঞ্চিদা, ‘দ্বিতীয় পুরুষ। মুক্তির অপেক্ষায় ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’। তাঁর থ্রিলারপ্রীতি নিজেই স্বীকার করেছেন সৃজিত মুখোপাধ্যায় । তবে এবার থ্রিলার ছেড়ে প্রেমের গল্পে হাত দিতে চলেছেন তিনি। নতুন প্রজন্মের কথা ভেবে, সৃজিত ঘোষণা করলেন তাঁর পরবর্তী ছবি ‘X=প্রেম’।
সংবাদমাধ্যমকে সৃজিত জানালেন “বহুদিন ধরেই দর্শক আমার কাছ থেকে একটা রোমান্টিক ঘরানার ছবি আশা করছিলেন। অবশেষে সেটা শুরু করতে চলেছি। ‘X=প্রেম’ অবশ্যই নতুন প্রজন্মের ছবি। কলেজ জীবনের প্রেম, সম্পর্ক এগুলো তো নতুন কিছু নয়। তবে পুরো বিষয়টাকেই একটু অন্যরকম ভাবে দেখানো হয়েছে।”
আড়ও পড়ুন: গার্হস্থ্য হিংসার শিকার, তবুও ঔজ্জ্বল্যে অম্লান
ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অর্জুন চক্রবর্তী, শ্রুতি দাস, অনিন্দ্য সেনগুপ্ত ও মধুরিমা বসাক। ‘X=প্রেম’ দিয়েই বড়পর্দায় শ্রুতি ও অনিন্দ্যর হাতেখড়ি হচ্ছে। প্রথম ছবি হিসেবে সৃজিতের সঙ্গে কাজ করতে পারা একটা বিশাল বড় প্রাপ্তি বলে মনে করেন দুজনেই।
“নতুনদের সঙ্গে কাজ করতে আমার সবসময়ই ভালো লাগে। এখন দেখা যাক আমাদের এই নতুন যাত্রা কেমন হয়,” বললেন সৃজিত।
টেলিভিশনের পরিচিত মুখ মধুরিমাও এই প্রথমবার সৃজিতের পরিচালনায় কাজ করতে চলেছেন। মধুরিমা জানালেন, “এট একটা বিরাট সুযোগ। ছবিতে যে চরিত্রে আমি অভিনয় করব, সেটাও আমার খুব পছন্দের। এখন শুধু শুটিং শুরু হওয়ার অপেক্ষা।”
অভিজ্ঞতার দিক থেকে শ্রুতি, অনিন্দ্য ও মধুরিমার তুলনায় একটু হলেও বড় অর্জুন। ঋতুপর্ণ ঘোষের ‘গানের ওপারে’ টেলিভিশন সিরিজ় দিয়েই তাঁর আত্মপ্রকাশ। তারপর বিভিন্ন পরিচালকের ছবিতে দেখা গেছে তাঁকে। তবে সৃজিতের পরিচালনায় এই প্রথম।
“আমার মনে হয় এর আগে বাংলায় এরকম রোমান্টিক ছবি হয়নি। এখানে আমার চরিত্রটা ভীষণ মজার। সৃজিতদার সঙ্গে কাজ করতে পারা অবশ্যই একটা বড় প্রাপ্তি,” জানালেন অর্জুন।
সবকিছু ঠিকঠাক চললে কোভিডবিধি মেনে ২ জুলাই থেকে শুরু হবে ‘X=প্রেম’-এর শুটিং।