ডার্ক থিমে পরিবর্তন করতে চেয়েছিলেন, জানালেন সৃজিত

RBN Web Desk: মুক্তি পেয়েছে চারটি ট্রেলারই। সত্যজিৎ রায়ের চারটি ছোটগল্প নিয়ে আসছে হিন্দি ওয়েব সিরিজ় ‘রে’। চারটি পর্বের দুটি পরিচালনা করেছেন সৃজিত মুখোপাধ্যায়। অন্য দুটি পরিচালনা করেছেন ভাসান বালা ও অভিষেক চৌবে। অভিনয়ে রয়েছেন কেকে মেনন, গজরাজ রাও, মনোজ বাজপেয়ি, আলি ফজ়ল, শ্বেতা বসু প্রসাদ, চন্দন রায় সান্যাল, হর্ষবর্ধন কাপুর, রাধিকা মদন, অনিন্দিতা বসু, বিদিতা বাগ, রাজেশ শর্মা ও দিব্যেন্দু ভট্টাচার্য। 

বাংলার বাইরে সত্যজিৎ রায়ের রচনা নিয়ে এত বড় মাপের কাজ এই প্রথম। এর আগে আশির দশকে সত্যজিৎ দূরদর্শনের জন্য নিজেই করেছিলেন ‘সত্যজিৎ রায় প্রেজ়েন্টস’। এরপর সর্বভারতীয় স্তরে সত্যজিতের রচনা নিয়ে তেমন কোনও উল্লেখযোগ্য কাজ হয়নি। সেই কারণেই সৃজিত এমন একটি উদ্যোগ নিয়েছেন বলে সম্প্রতি একটি সাক্ষাৎকারে জানিয়েছেন। তিনি জানিয়েছেন যে জন্মশতবর্ষে বিভিন্ন কাজের মধ্যে দিয়ে সত্যজিতের প্রতি শ্রদ্ধা জানাবার পরিকল্পনা তাঁর ছিল। ‘রে’ তার মধ্যে অন্যতম। 

আরও পড়ুন: বেহিসেবী জীবনযাপন, আজ স্মৃতির অতলে সৌমিত্র

চারটি পর্বের ট্রেলার দেখে বোঝা যাচ্ছে গল্পগুলি বই থেকে হুবহু নেওয়া হয়নি। বরং অধিকাংশ ক্ষেত্রেই তাকে বিনির্মাণ করে ভিন্ন রূপ দেওয়া হয়েছে যাতে সর্বভারতীয় ক্ষেত্রে দর্শক মূল কাহিনীর সঙ্গে সংযোগ স্থাপন করতে পারেন। যেমন গল্পের বিপিন চৌধুরী সিরিজ়ে হয়েছেন একজন কম্পিউটার মাইন্ড কর্পোরেট। তেমনই বারীন ভৌমিক হয়েছেন এক স্বনামধন্য গজ়ল গায়ক। এভাবেই চারটি গল্পের মূল ভাবনা এক থাকলেও বদলে গেছে কাহিনী ও পারিপার্শ্বিক।




এ বিষয়ে সৃজিত সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে ‘ফেলুদা ফেরত’ পরিচালনার সময় তিনি মূল গল্পকে অনুসরণ করেছিলেন। কিন্তু ‘রে’ পরিচালনার ক্ষেত্রে শুরু থেকেই ঠিক ছিল যে মূল কাহিনীর ভাবনাকে অপরিবর্তিত রেখে গল্পগুলিকে সমসাময়িক পটভূমিকায় ডার্ক থিমে পরিবর্তিত করতে হবে। সেভাবেই তিনি ‘বিপিন চৌধুরীর স্মৃতিভ্রম’ ও ‘বহুরূপী’ গল্পদুটিকে বর্তমান প্রেক্ষাপটে রেখে ‘ফর্গেট মি নট’ ও ‘বেহরূপীয়া’ তৈরি করেছেন। 

আরও পড়ুন: শেষের সেদিন, উপস্থিত ছিলেন শুধু মহেশ ও ড্যানি

তবে ‘বিপিন চৌধুরীর স্মৃতিভ্রম’, ‘বারীন ভৌমিকের ব্যারাম’, ‘বহুরপী’ আর ‘স্পটলাইট’-এই শেষ হচ্ছে না ‘রে’র যাত্রা। সৃজিত জানিয়েছেন তাঁর কাছে সত্যজিতের বেশ কিছু গল্পের সত্ত্ব রয়েছে। প্রথম সিজ়ন যদি দর্শকদের ভালো লাগে তাহলে পরবর্তীতে আরো কিছু গল্প নিয়ে আসা হবে।

আগামীকাল নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে ‘রে’। 

ছবি: গার্গী মজুমদার



Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *