নতুন প্রজন্মের গল্প নিয়ে আসছে রং নাম্বার
কলকাতা: দুই বন্ধু স্যান্ডি ও জয়। তাদের দুই বান্ধবী দেয়া ও শ্রুতির সঙ্গে তাদের পছন্দের মিল হয় না কিছুতেই। ফলে অস্তিত্বের সঙ্কটে ভোগে সকলেই।
নতুন প্রজন্মের ভাবনাচিন্তা ও সম্পর্কের জটিলতার গল্প নিয়ে আসছে পরিচালক শুভেন্দু পন্ডিতের ছবি ‘রং নাম্বার’। সম্প্রতি শহরে এই ছবির মিউজ়িক রিলিজ় অনুষ্ঠান হয়ে গেল। উপস্থিত ছিলেন ছবির সঙ্গে যুক্ত শিল্পী ও কলাকুশলীরা।
সদ্য বাইশ রাহুল মজুমদারের সঙ্গীত পরিচালক হিসেবে এটাই প্রথম কাজ। সংবাদমাধ্যমকে রাহুল জানালেন, “গৌতম চট্টোপাধ্যায় ও রূপম ইসলামের গান শুনে বড় হয়েছি। তাই নিজের প্রথম ছবিতে রূপমকে দিয়ে গান গাওয়াতে পেরে ছোটবেলার একটা শখ পূরণ করতে পেরেছি।”
তাশি গাঁওয়ে একদিন
চারটি গান থাকছে ছবিতে। রূপম ছাড়াও তিমির বিশ্বাস, রাজ বর্মণ, সঞ্চিতা রায় ও রাহুলের নিজের গলা গান থাকছে এই ছবিতে।
রং নাম্বার-এ অভিনয়ে করেছেন সমদর্শী দত্ত, সৌরভ দাস, সায়নী ঘোষ, দুর্গা সাঁতরা, বিশ্বজিত চক্রবর্তী ও ভরত কল।
দুর্গা ও সায়নী জানালেন, এই ছবিতে অভিনয় করতে পেরে ভালো লেগেছে। “বেশিরভাগ সময়ই গম্ভীর ধরণের ছবিতে কাজ করে শেষ পর্যন্ত রং নাম্বার-এ অনেক বেশি নিঃশ্বাস নিতে পারলাম,” বললেন সায়নী।