গোলাপি থেকে বিমলার ভূমিকায় তুহিনা দাস
RBN Web Desk: ভূমিকন্যা ধারাবাহিকে গোলাপির চরিত্রে দেখা যাচ্ছে তাঁকে। আর এবার অভিনেত্রী তুহিনা দাস-কে দেখা যাবে অপর্ণা সেন পরিচালিত ঘরে বাইরে আজ-এর কেন্দ্রিয় চরিত্রে। রবীন্দ্রনাথ ঠাকুরের ঘরে বাইরে উপন্যাস অবলম্বনে অপর্ণা তাঁর নতুন ছবির শ্যুটিং শুরু করছেন শীঘ্রই। এই ছবির মহরৎও হয়ে গেল কিছুদিন আগেই।
তুহিনা এর আগে পরিচালক অরিন্দম শীলের আসছে আবার শবর ছবিতে একটি ছোট চরিত্রে অভিনয় করেছিলেন। বড় পর্দার মুখ্য চরিত্রে এটাই তাঁর প্রথম কাজ। এই ছবিতে নিখিলেশের ভূমিকায় অভিনয় করছেন অনির্বাণ ভট্টাচার্য ও সন্দীপের চরিত্রে রয়েছেন যীশু সেনগুপ্ত। ১৯৮৪ সালে সত্যজিৎ রায়ের পরিচালনায় ঘরে বাইরে ছবির এই দুই চরিত্রে অভিনয় করেছিলেন যথাক্রমে ভিক্টর ব্যানার্জী ও সৌমিত্র চট্টোপাধ্যায়। বিমলার চরিত্রে ছিলেন স্বাতীলেখা সেনগুপ্ত।
গান শেষ আর জান শেষ তো একই কথা রাজামশাই
তবে অপর্ণার ছবির প্রেক্ষাপট বর্তমান সময়। নিখিলেশ ও সন্দীপের নাম অপরিবর্তিত থাকলেও, পাল্টে যাচ্ছেন বিমলা। তাঁর নাম হচ্ছে বৃন্দা, এক দলিত শ্রেণীর রমণী। নিখিলেশ এখানে সাংবাদিক আর সন্দীপ এক কট্টরপন্থী রাজনৈতিক কর্মী। এছাড়াও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অভিনেতা-পরিচালক অঞ্জন দত্ত।
এ বছরের শুরুর দিকে ছবি ঘোষণা করা সময় অপর্ণা বলেছিলেন, এক শতকেরও বেশি সময় আগে লেখা হলেও, রবীন্দ্রনাথের এই উপন্যাস আজও সমান প্রাসঙ্গিক।